অদ্য ১২ মার্চ ২০২৫ খ্রিস্টাব্দ বিকেল ৪টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) সম্মানিত পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ আবু সুফিয়ান মহোদয় আসন্ন পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে নগরীর সাহেব বাজার, আরডিএ মার্কেট ও নিউ মার্কেটসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান পরিদর্শন করেন।
পরিদর্শনকালে তিনি বাজার পরিস্থিতি, নিরাপত্তা ব্যবস্থা ও ট্রাফিক নিয়ন্ত্রণ বিষয়ে খোঁজখবর নেন এবং সার্বিক পরিস্থিতিতে সন্তোষ প্রকাশ করেন। এ সময় তাঁর সঙ্গে আরএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এসময় পুলিশ কমিশনার বলেন, ঈদ উপলক্ষ্যে ক্রেতা ও বিক্রেতাদের নিরাপত্তা নিশ্চিত করতে আরএমপি সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছে।জনবহুল এলাকায় গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে।এছাড়া যানজট নিরসন ও আইনশৃঙ্খলা রক্ষায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।