র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠার সময় থেকে দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র্যাব নিয়মিত জঙ্গী, অস্ত্র উদ্ধার, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, অস্ত্রধারী অপরাধী, ভেজাল পণ্য, ছিনতাইকারী, ধর্ষণ, অপহরনসহ মাদকের বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছে।
এরই ধারাবাহিকতায় র্যাব-৫, রাজশাহীর সদর কোম্পানী মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল কর্তৃক ১৪ মার্চ ২০২৫ ইং সময় ১৭:৩০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহী মহানগরের শাহ্ মখদুম থানাধীন রেলগেট সিএনজি বাসস্ট্যান্ড এলাকায় অপারেশন পরিচালনা করে জিআর-৮০৮/১৯ (শিবগঞ্জ), প্রসেস নং-৫০১/২৪, তারিখ-০৪/১২/২৪ এবং চন্দ্রিমা থানার রিসিভ নং-৪৪/২৫, তারিখ-১৪/০১/২৫ খ্রিঃ ধারা-১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫ বি(১)(বি) এর মামলার ১০ (দশ) বছর সশ্রম কারাদন্ড ও ৫০০০/- টাকা অর্থদন্ড অনাদায়ে আরো ০৬(ছয়) মাসের কারাদন্ড প্রাপ্ত আসামী ১। মোঃ তারেক রহমান (৩৮), পিতা-মোঃ ইউসুফ আলী, মাতা-হাসনা, সাং-বাড়ী নং-০৬, সাং-শিরোইল কলোনী (পশ্চিমপাড়া), থানা-চন্দ্রিমা, মহানগর রাজশাহী’কে গ্রেফতার করে । গ্রেফতারী পরোয়ানা ইস্যুর পর হতে গ্রেফতার এরানোর উদ্দেশ্য দির্ঘদিন যাবৎ রাজশাহী মহানগর এলাকায় আত্মগোপন করে ছিল ।
প্রাথমিক জিজ্ঞাসাবাদের উক্ত গ্রেফতারকৃত আসামীকে উক্ত পরোয়ানা সংক্রান্তে জিজ্ঞাসাবাদ করলে, সে সত্যতা স্বীকার করে।
আসামীকে আরএমপি চন্দ্রিমা থানায় জিডি মূলে হস্তান্তর করা হয়েছে ।