লালমনিহাটের কালীগঞ্জের উপজেলায় হঠাৎ করে ঘটে যাওয়া ঝরে শতাধিক ঘরবাড়ি লন্ডভন্ড হয়ে গেছে। গতকাল রবিবার সকাল সাড়ে নয়টার দিকে উপজেলা ভোট মারি ইউনিয়নের বিভিন্ন গ্রামে প্রবল ঝরে এতে অত্যন্ত (৩)জন আহত হয়েছে।
আহতরা হলেন, বাদশা মিয়া (৪০), মাসুদ মিয়া ( ৭০) ও শহিদুল মিয়া (৪৬) স্থানীয়দের সহতায় তাদের উদ্ধার করেছে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানান সকালে বৃষ্টির সময় হঠাৎ বেগে দমকা হাওয়া শুরু হয় মুহূর্তে টিনের ঘর উড়ে যায় গাছপালা ও আধা পাকা ঘরবাড়ি ভেঙে পড়ে। প্রায় ১৫ থেকে ২০ মিনিট স্থায়ীও এই ঝড়ের মধ্যে শ্রুতিধার ও চর এলাকায় কয়েকটি গ্রামের শতাধিক বসতবাড়ি ক্ষতিগ্রস্ত। ভুট মারি ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান মোঃ ফরহাদ হোসেন বলেন, সর নোহারি গ্রামে শতাধিক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছেন। এতে গরু ছাগল হাঁস মুরগি ঝড়ের বেগে মারা গিয়েছে বলে জানা যায়, অনেক পরিবার খোলা আকাশের নিচে তাম্বুর নিচে বসবাস করছেন।
বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানো হয়েছে কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিয়া খাতুন বলেন ঘূর্ণিঝড়ে ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে ঘটনাস্থলে একটি তদন্ত টিম পাঠানো হয়েছে।
ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর তালিকা তৈরি করে দূরত্ব সরকারি সহ যোগিতার ব্যবস্থা দেওয়া হবে।
স্থানীয়রা জানান, ক্ষতিগ্রস্ত গ্রাম গুলোতে বিদ্যুৎ ও যোগাযোগের ব্যবস্থা আংশিকভাবে বিচ্ছিন্ন হয়েছে। উপজেলা প্রশাসন ক্ষয়ক্ষতি পূর্ণাঙ্গ চিত্র জানতে কাজ শুরু করেছেন।