লালমনিরহাটের পৌরসভার ১নং ওয়ার্ডের তালুক খুটেমারা বটতলার হোটেলের ব্যবসায়ীর স্ত্রীকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। স্থানীয় জেরিন এন্টারপ্রাইজের মালিক মোঃ শফিকুল ইসলাম( ২৮) ও তার পিতা হযরত আলী, (৫৮) এর বিরুদ্ধে।
সোমবার ১৩ অক্টোবর বিকেলে এ ঘটনাটি ঘটেছে বলে, জানা গেছে।
এ ঘটনায় এলাকার ব্যাপক উত্তেজনা ও ব্যবসায়ী মহলে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, তালুক খুটা মারা বটতলা মশিউর রহমান ও তার স্ত্রী যৌথভাবে একটি হোটেল পরিচালনা করতেন। হোটেলের কাঁচামাল সরবরাহ করতেন , জেরিন এন্টারপ্রাইজের মালিক মোঃ শফিকুল ইসলাম ব্যবসায়ী লেনদেনের এক পর্যায়ে প্রায় ৪৩০০ টাকা বকেয়া থাকে।
জেরের টাকা আদায়ের জন্য শফিকুল ও তার পিতা হযরত আলী একাধিকবার মশিউরের দোকানে গিয়ে হট্টগোল ও অপ্রতিকর আচরণ করেন। একপর্যায়ে মশিউর রহমান বিষয়টি বাজার কমিটির কাছে তুলে ধরেন।
পরে বাজার কমিটি উভয় পক্ষকে নিয়ে মীমাংসা উদ্যোগ নেয় ।এবং মশিউর রহমানকে (৪০) দিনের মধ্যে টাকা পরিষদের সময়সীমা দেয়।
কিন্তু এরপরেও উত্তেজনা কমে বরং গত ,(১ অক্টোবর) মশিউর রহমান দোকান ছাড়ার প্রস্তুতি নিলে অভিযুক্ত শফিকুল ও তার পিতা আবার দোকানে গিয়ে অশৃঙ্খলা আচরণ করলেন।
অভিযোগে বলা হয়েছে, এ সময় হযরত আলী লুঙ্গি তুলে অশ্লীল ভঙ্গিতে তার গোপনাঙ্গ প্রদর্শনের চেষ্টা করেন ।এবং শফিকুল ইসলাম হোটেল ব্যবসায়ীর স্ত্রীকে উদ্দেশ্য করে গেঞ্জি খুলে অশ্লীল অঙ্গভঙ্গি করেন।
এ বিষয়টি নিয়ে বাজার কমিটির সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম বাদি হয়ে লালমনিরহাট সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
এ ঘটনায় তদন্তকারী কর্মকর্তা উপ--- পরিদর্শক (এস আই) জাহিদুল ইসলাম বলেন, ঘটনার প্রাথমিক সত্যতা পাওয়া গিয়েছে। প্রায় শতাধিক ব্যবসায়ী ও স্থানীয় সচেতন ব্যক্তিরা অভিযুক্তদের বিরুদ্ধে গণস্বাক্ষর দিয়েছেন।
তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।