Dhaka ১২:১৩ পূর্বাহ্ন, রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ১৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

লালমনিরহাটে প্রেমের টানে ঘর ছাড়লেন ২ সন্তানের জননী

লালমনিরহাটে প্রেমের টানে প্রেমিকের হাত ধরে ঘর ছাড়লেন বাণী বেগম (৩৫ ) নামে দুই সন্তানের জননী। কালিগঞ্জ উপজেলার নুসরত মাদাতি গ্রামের বাণী বেগমের সঙ্গে ২০০১, সালে পারিবারিকভাবে বিয়ে হয়, উপজেলায় মহিষ খোচার ইউনিয়নের বারঘরিয়া এলাকার মকবুল হোসেনের পুত্র মোস্তাক আহমেদ ওরফে সাইদুলের সাথে। বিয়র পর সুখে শান্তিতে তাদের দিন কাটছিল। এবং কি বাণী বেগমের বিয়ের পরে বিয়ের পরে দুই সন্তানের জন্ম নেয়। প্রথম ছেলে সন্তান আব্দুর রহমান (১৮) দ্বিতীয় সন্তান মেয়ে সিদরাতুল মুনতাহা (৯) মোস্তাক আহমেদ ওরফে সাইদুল চাকরি করার সুবাদে স্ত্রী ও সন্তান রেখে ঢাকায় পারি জমান। এরমধ্যে আলমগীর হোসেন মোস্তাক আহমেদের স্ত্রী নামে পিসিবি র কাজ করে দেওয়ার প্রলোভ দেখিয়ে কৌশলে জাতীয় পরিচয় পত্র পাঠিয়ে নেন। এক পর্যায়ে বাণী বেগমের স্বামী বাসায় না থাকার সুবাদে আলমগীর হোসেন প্রতিনিয়ত যাতায়াত করত বাণী বেগমের বাসায়। এতে দুইজনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে স্বামী মোস্তাক ঢাকায় অবস্থান করায় পরকীয়া জড়িয়ে পড়েন স্ত্রী বাণী বেগম। একপর্যায়ে গত ১১–৬–২০২৫ তারিখে রাত আনুমানিক ০৮, সময় আলমগীর স্বামীর বাড়ি থেকে বাণী বেগমকে উঠাইয়া নিয়া জোর পূর্ব বিয়ে করেন। পরে আলমগীর হোসেন ও রানী বেগম গত ২০–৯–২৫,তারিখে রাত আনুমানিক ১২ সময়ে রানী বেগম ও তার স্বামী আলমগীর হোসেন বাণী বেগমের বাবার বাড়ি কালীগঞ্জের মদতিতে রেখে আসেন পরবর্তীতে গত ,২১–৯–২৫ ইং তারিখে লটারি পাবলিক কার্যালয় লালমনিরহাট গিয়ে এফিডেভিট এর মাধ্যমে বানী বেগম আলমগীরকে তালাক প্রদান করেন এতে ক্ষিপ্ত হয়ে গত 6 অক্টোবর রাতে বাণী বেগম কে বাড়ি থেকে তুলে নিয়ে যায় আলমগীর এ ঘটনায় রানী বাবা আনোয়ার হোসেন বাদী হয়ে কালিগঞ্জ থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। পরক্রিয়া ঘটনায় ওই এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

এ বিষয়ে কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অফিসার ইনচার্জ বলেন, অপহরণ কারীদের ধরার চেষ্টা অব্যাহত রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Alauddin Mondal

খুলনা নাগরিক ফোরামের নাগরিক উৎসব জাহানাবাদ ক্যান্টনমেন্ট পার্কে অনুষ্ঠিত

error: Content is protected !!

লালমনিরহাটে প্রেমের টানে ঘর ছাড়লেন ২ সন্তানের জননী

Update Time : ১০:৫২:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫

লালমনিরহাটে প্রেমের টানে প্রেমিকের হাত ধরে ঘর ছাড়লেন বাণী বেগম (৩৫ ) নামে দুই সন্তানের জননী। কালিগঞ্জ উপজেলার নুসরত মাদাতি গ্রামের বাণী বেগমের সঙ্গে ২০০১, সালে পারিবারিকভাবে বিয়ে হয়, উপজেলায় মহিষ খোচার ইউনিয়নের বারঘরিয়া এলাকার মকবুল হোসেনের পুত্র মোস্তাক আহমেদ ওরফে সাইদুলের সাথে। বিয়র পর সুখে শান্তিতে তাদের দিন কাটছিল। এবং কি বাণী বেগমের বিয়ের পরে বিয়ের পরে দুই সন্তানের জন্ম নেয়। প্রথম ছেলে সন্তান আব্দুর রহমান (১৮) দ্বিতীয় সন্তান মেয়ে সিদরাতুল মুনতাহা (৯) মোস্তাক আহমেদ ওরফে সাইদুল চাকরি করার সুবাদে স্ত্রী ও সন্তান রেখে ঢাকায় পারি জমান। এরমধ্যে আলমগীর হোসেন মোস্তাক আহমেদের স্ত্রী নামে পিসিবি র কাজ করে দেওয়ার প্রলোভ দেখিয়ে কৌশলে জাতীয় পরিচয় পত্র পাঠিয়ে নেন। এক পর্যায়ে বাণী বেগমের স্বামী বাসায় না থাকার সুবাদে আলমগীর হোসেন প্রতিনিয়ত যাতায়াত করত বাণী বেগমের বাসায়। এতে দুইজনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে স্বামী মোস্তাক ঢাকায় অবস্থান করায় পরকীয়া জড়িয়ে পড়েন স্ত্রী বাণী বেগম। একপর্যায়ে গত ১১–৬–২০২৫ তারিখে রাত আনুমানিক ০৮, সময় আলমগীর স্বামীর বাড়ি থেকে বাণী বেগমকে উঠাইয়া নিয়া জোর পূর্ব বিয়ে করেন। পরে আলমগীর হোসেন ও রানী বেগম গত ২০–৯–২৫,তারিখে রাত আনুমানিক ১২ সময়ে রানী বেগম ও তার স্বামী আলমগীর হোসেন বাণী বেগমের বাবার বাড়ি কালীগঞ্জের মদতিতে রেখে আসেন পরবর্তীতে গত ,২১–৯–২৫ ইং তারিখে লটারি পাবলিক কার্যালয় লালমনিরহাট গিয়ে এফিডেভিট এর মাধ্যমে বানী বেগম আলমগীরকে তালাক প্রদান করেন এতে ক্ষিপ্ত হয়ে গত 6 অক্টোবর রাতে বাণী বেগম কে বাড়ি থেকে তুলে নিয়ে যায় আলমগীর এ ঘটনায় রানী বাবা আনোয়ার হোসেন বাদী হয়ে কালিগঞ্জ থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। পরক্রিয়া ঘটনায় ওই এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

এ বিষয়ে কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অফিসার ইনচার্জ বলেন, অপহরণ কারীদের ধরার চেষ্টা অব্যাহত রয়েছে।