লালমনিহাট জেলার পুলিশ কর্তৃক বিশেষ অভিযান পরিচালনা কালে (২০৬) দুই শত ছয় পিচ,ইয়াবা ট্যাবলেট ও (০৩) গ্রাম হিরোইন সহ ১ জন মাদক কারবারী কে গ্রেপ্তার করেছেন।
লালমনিরহাট জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব, মোঃ তরিকুল ইসলাম মহোদয় সার্বিক দিক নির্দেশনায় ইং ১২/৮/২০২৫ হাতীবান্ধা থানা লালমনিরহাট কর্তৃক মাদক বিরোধী অভিযান পরিচালনা কালে লালমনিরহাট জেলার হাতীবান্ধা থানাধীন (০১) নং বড়খাতা ইউনিয়নের( ৭ নং) ওয়ার্ডের দোলাপাড়া মৌজাস্থ জিগারহাট নামক স্থানে জৈনক মোঃ নবীউল ইসলাম (২৭) এর পূর্ব দুয়ারী ঘর হতে আসামি ১. নবিউল ইসলাম ২৭-কে গ্রেফতার সহ (২০৬) পিচ ইয়াবা ট্যাবলেট ও ( ০৩ গ্রাম) হেরোইন উদ্ধার করা হয়।
ধৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলুন পুলিশকে তথ্য দিয়ে সহায়তা করুন।