লালমনিরহাটের আদিতমারী উপজেলার সারপুকুর ইউনিয়নের টিপের বাজার ৬ নং ওয়ার্ড তেরিয়ান মোর এলাকায় বিশেষ অভিযানে গাঁজা উদ্ধার করেছেন।
বাংলাদেশ সেনাবাহিনী, (২৮ আগস্ট) -২০২৫ ইং, ১৬৩০ ঘটিকা হতে ২০৩০,ঘটিকায় পর্যন্ত ২৪ ফিল্ড রেজিমেন্ট, আর্টিলারি লালমনিরহাট আর্মি ক্যাম্পের মেজর, মোঃ শাদমান ইসরাক এর নেতৃত্বে লালমনিহাট জেলার আদিতমারী থানার সারপুকুর ইউনিয়নের হরিদাস গ্রামে অভিযান পরিচালনা করে ২৩ কেজি, ৫০০ গ্রাম,গাঁজা আটক করেছেন।
বিশেষ অভিযান চলাকালে ঘটনাস্থল থেকে মৃতঃ আক্কাস আলী র মেয়ে, আখি আক্তার (৩০)গ্রাম গৌরব মন্ডল থানা ফুলবাড়ি জেলা কুড়িগ্রাম, ২. মৃত্যুঃ জেলহক হোসেন এর ছেলে মোঃ জয়নাল আবেদিন,গ্রাম তালুক হরিদাস, পোস্ট সারপুকুর, থানা আদিতমার জেলা লালমনিরহাট ,
প্রাথমিক - জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন ধরে ব্যবসার সঙ্গে জড়িত থাকার স্বীকার করেছে বলে জানা যায়।
এ অভিযানে উদ্ধারকৃত গাঁজা ও আটককৃতদের আইনি প্রক্রিয়ার জন্য আদিতমারী থানায় হস্তান্তর করেন।
এ বিষয়ে আইন -শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা জানান, মাদক বিরোধী অভিযান চলমান থাকবে, কেউ জড়িত থাকলে তাহাকে আইনের আওতায় আনা হবে।