লালমনিরহাট পুলিশ লাইন্স মাঠে অফিসার ও ফোর্সের সমন্বয়ে ২৭-০৮-২০২৫ ইং মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়।
সকাল,০৮. ০০ ঘটিকায় প্যারেডে কুচকাওয়াজ অভিবাদন গ্রহণ ও প্যারেড পরিদর্শন করেন জনাব, মোঃ তরিকুল ইসলাম, পুলিশ সুপার, লালমনিরহাট। প্যারেড অধিনায়ক জনাব, একেএম ফজলুল হক, অতিরিক্ত পুলিশ সুপার( এ-সার্কেল), লালমনিরহাট এবং সহ- অধিনায়ক জনাব মোঃ আব্দুল হাই,
আরআই,পরিদর্শন পুলিশ পরিদর্শক (সঃ), পুলিশ লাইন্স,লালমনিরহাট এর নেতৃত্বে জেলার অফিসার ও ফোর্সের সমন্বয়ে ০৫ টি কন্টিনজেন্ট ও ব্যান্ডদলের নয়নাভিরাম প্যারেড পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন পুলিশ সুপার, লালমনিরহাট।
পরি দর্শন কালে মাঠ পর্যায়ের প্যারেড দক্ষতা মূল্যায়ন করেন এবং চৌকস পুলিশ সদস্যদের পুরস্কৃত করেন। সেই সাথে সুশৃংখলভাবে, পেশাগত দায়িত্ব যথাযথ ভাবে পালনের নির্দেশ প্রদান করেন।
দায়িত্ব পালন কালে পুলিশ সদস্যদের জনগণের সাথে সু- সম্পর্ক বজায় রাখার নির্দেশ প্রদান করেন।
এছাড়াও উক্ত প্যারেডে উপস্থিত ছিলেন জনাব, মোঃ শাহাদত হোসেন সুমা , বিপিএম ( বার )অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), লালমনিরহাট। জনাব জয়ন্ত কুমার সেন,সহকারী পুলিশ সুপার (বি -সার্কেল ), লালমনিরহাট সহ সকল থানার অফিসার ইনচার্জ সকল ফাড়িঁ ইনচার্জ ও অন্যান্য কর্মকর্তা কর্মচারীবৃন্দ।