শিশু সাজিদকে উদ্ধার কাজে সাহসিকতার স্বীকৃতি
রাজশাহীতে ভেকু চালক ও পরিচালনাকারীরা পেলেন সম্মাননা
রাজশাহীর তানোরে কূপে পড়ে যাওয়া শিশু সাজিদকে উদ্ধার অভিযানে সাহসিকতা ও মানবিকতার পরিচয় দেওয়ায় ভেকু মেশিন দিয়ে মাটি খননে নিয়োজিত ভেকু চালক ও পরিচালনাকারীদের সম্মাননা প্রদান করা হয়েছে।
সোমবার বিকেলে রাজশাহী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে তাদের এ সম্মাননা দেওয়া হয়। উদ্ধার কার্যক্রম চলাকালে অত্যন্ত ঝুঁকিপূর্ণ পরিস্থিতির মধ্যেও নিরবচ্ছিন্নভাবে ভেকু মেশিন পরিচালনা করে উদ্ধার তৎপরতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তারা।
এ সময় ভেকু পরিচালনা টিমের প্রধান সাজ্জাদ হোসেন বলেন,
“আমিসহ আমাদের টিমকে আনুষ্ঠানিকভাবে সম্মানিত করায় আমরা কৃতজ্ঞ। কর্তৃপক্ষ আমাদের সনদপত্র দেওয়ার আশ্বাসও দিয়েছেন।”
তিনি আরও বলেন,
“এই স্বীকৃতি আমাদের জন্য গর্বের হলেও সবচেয়ে বড় কষ্ট হলো—যদি শিশুটিকে জীবিত উদ্ধার করা যেত, সেটাই হতো আমাদের সবচেয়ে বড় সাফল্য।”
ফায়ার সার্ভিস সূত্র জানায়, উদ্ধার অভিযানে সংশ্লিষ্ট সকলের সম্মিলিত প্রচেষ্টাই ছিল এই জটিল অভিযানের মূল শক্তি। মানবিক দায়িত্ব পালনে ভেকু চালকদের ভূমিকা প্রশংসনীয়।