সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় শুক্রবার(২৬ডিসেম্বর) সকালে শ্যামনগর আতরজান মহিলা মহাবিদ্যালয়ে বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ শ্যামনগর উপজেলা শাখার আয়োজনে জাতীয় শ্রীমদ্ভগবতগীতা প্রতিযোগিতার আয়োজন করা হয়।
প্রতিযোগিতায় ক গ্রুপে ৩য় থেকে ৭ম শ্রেণি পর্যন্ত ও খ গ্রুপে ৮ম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীরা অংশ গ্রহণ করেন। শ্লোক উচ্চারণ ও এমসিকিউ এর ভিত্তিতে বিচারক মন্ডলীবৃন্দ বিচারকার্যক্রম করেন।
জানা যায় ক গ্রুপে ১২ জন শিক্ষার্থী ও খ গ্রুপে ৫ জন শিক্ষার্থী অংশ গ্রহণ করেন। প্রত্যেক গ্রুপে ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারীকে পুরস্কার, সনদ সহ প্রত্যেক অংশ গ্রহণকারীকে সান্তনা পুরস্কার প্রদান করা হয়।
ক গ্রুপে বিচারক হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ শ্যামনগর উপজেলা শাখার সভাপতি রবীন্দ্র নাথ বিশ^াস, নকিপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক কৃষ্ণানন্দ মুখ্যার্জী, শ্যামনগর সরকারি মহসীন ডিগ্রী কলেজের প্রভাষক পরিমল কৃষ্ণ মন্ডল, অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক গোবিন্দ প্রসাদ মন্ডল ও সমরেশ রপ্তান। খ গ্রুপে বিচারক হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ শ্যামনগর উপজেলা শাখার সাধারণ সম্পাদক এ্যাড.কৃষ্ণ পদ মন্ডল, অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক অনাথ চন্দ্র হালদার, প্রভাষক প্রদীপ রপ্তান, প্রধান শিক্ষক দীনেশ চন্দ্র মন্ডল, অবসরপ্রাপ্ত উপসহকারী কৃষি কর্মকর্তা ব্রজেন্দ্র নাথ রায়, প্রদর্শক সন্তোষ কুমার মন্ডল, কার্ত্তিক চন্দ্র দত্ত। এ সময় আরও উপস্থিত ছিলেন গোপালপুর শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দিরের অধ্যক্ষ কৃষ্ণ সখা দাস ব্রক্ষ্মচারী সহ বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ শ্যামনগর উপজেলা শাখার অন্যান্য সদস্যবৃন্দ।
ছবি- শ্যামনগরে জাতীয় শ্রীমদ্ভগবতগীতা প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করছেন অতিথিবৃন্দ।