শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ০৬:০০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সর্বশেষ সংবাদঃ
পুকুর কাটায় বাধা দিতে গিয়ে ভেকু দুর্ঘটনায় যুবকের মৃত্যু ডুমুরিয়ায় সন্ত্রাসীদের গুলিতে এমদাদুল হক মিলন নামে এক সাংবাদিক নিহত মাগুরা সাব রেজিস্ট্রি অফিস ও ভূমি অফিসে অগ্নিসংযোগে ঘটনায় আটক তিন জন বাংলাদেশ জাতীয় পার্টি(B.J.P) রাজশাহী মহানগর শাখার বর্ধিত সভা অনুষ্ঠিত রাজশাহী বিভাগীয় ডেসটিনি বিনিয়োগকারী ও ক্রেতা-পরিবেশক ঐক্য ফোরাম (ডিডাফ) সাপ্তাহিক মিটিং অনুষ্ঠিত বিজয় দিবসের চেতনা: পলাশী ফতেপুর উচ্চ বিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় উদযাপন বাঘায় আওয়ামী লীগ নেতাসহ তিনজন গ্রেপ্তার শ্যামনগরে আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস পালিত রাজশাহী-৬ আসনে এমপি পদপ্রার্থী আবু সাইদ চাঁদের মনোনয়ন ফরম উত্তোলন ডুমুরিয়ায় পৃথিবীর পাঠশালা নামক পাঠাগার উদ্বোধন সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় ওসমান হাদীর প্রয়াণ: রাজপথের এক প্রতিবাদী কণ্ঠের চিরবিদায় মাগুরা-২ আসনে স্বতন্ত্র প্রার্থী কাজী সালিমূল হক কামালের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ মোহনপুরে জমি বিরোধে কৃষক পরিবারে রক্তক্ষয়ী হামলা, আতঙ্কে কৃষক পরিবার রাজশাহীর মোহনপুরে পুকুর খননে বাধা দেওয়ায় ভেকুর নিচে চাপা পড়ে জুবায়ের (২৫) নামের এক কৃষক নিহত কাশিয়াডাঙ্গায় স্বেচ্ছাসেবক দল নেতার বাড়িতে হামলা, ভাঙচুর ও ককটেল বিস্ফোরণ বাঘায় ২১তম বিরাট ইসলামী জালসা ও খতমে ছাত্রদের পাগড়ি প্রদান অনুষ্ঠিত মাগুরা-১ ও ২ আসনে বিএনপি, গণ অধিকার পরিষদ ও স্বতন্ত্র প্রার্থীদের মনোনয়ন ফরম সংগ্রহ। মোহনপুরে পুকুর খননে বাধা দেওয়ায় ভেকুর নিচে ফেলে যুবককে হত্যা গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত ৫৭২ জন পরিবেশ এবং নারী উন্নয়ন গবেষণায় পুরস্কার পেলেন পারভেজ বাবুল
নোটিশ :
প্রিয় পাঠক   দৈনিক মাগুরার কথা   অনলাইন নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের নিয়ম মেনে বস্তু নিষ্ঠ তথ্য ভিত্তিক সংবাদ প্রচার করতে আমরা বদ্ধ পরিকর ।  বি:দ্র : এই ওয়েবসাইটের কোনো লেখা,  ছবি ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি । এখানে ক্লিক করুণ Apps   আমাদের ফেসবুক পেজ "দৈনিক মাগুরার কথা" https://www.facebook.com/share/1BkBEmbALr/

সংবাদ প্রকাশের জেরে মিথ্যা মামলা, প্রতিবাদে মানববন্ধন, দূর্নীতিবাজদের প্রত্যাহারের দাবি

নিজস্ব প্রতিবেদক / ১৮৪ বার পঠিত হয়েছে।
নিউজ প্রকাশ : মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫, ৫:১৮ অপরাহ্ণ

অসামাজিক কাজে লিপ্ত ও দূর্নীতি’র অভিযোগে অভিযুক্ত গোদাগাড়ী উপজেলা প্রশাসনিক কর্মকর্তা’র বিরুদ্ধে সংবাদ প্রকাশ এবং সেই ঘটনা সামাজিক মাধ্যমে ভাইরাল হলে সাংবাদিকসহ স্থানীদের বিরুদ্ধে মিথ্যা হয়রানিমূলক মামলা দেওয়া হয়। মিথ্যা মামলা ও হয়রানি বন্ধসহ দূর্নীতিবাজদের প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৮ এপ্রিল) দুপুরে গোদাগাড়ী উপজেলা প্রশাসনিক ভবন গেট সংলগ্ন এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
আওয়ামী লীগের দোসর গোদাগাড়ী উপজেলার বর্তমান ইউএনও ফয়সাল আহমেদদের প্রত্যাক্ষ মদদে তাঁর ও পূর্বের ইউএনও রাইট হ্যান্ড খ্যাত উপ- প্রশাসনিক কর্মকর্তা হাফিজুর রহমান ও কাজের মেয়ে রুবিনার যোগসাজশে স্থানীয় সাংবাদিক ও জনতার বিরুদ্ধে মিথ্যা মামলা করা হয়। মামলার পর থেকে স্থানীয়দের মাঝে চাপা ক্ষোভ বিরাজ করছিলো। আ’লীগের দোসর উপ প্রশাসনিক কর্মকর্তা হাফিজুল অসামাজিক কাজে লিপ্ত হওয়ার পরেও এখনো বহাল তবিয়তে থাকায় স্থানীয় সাংবাদিক ও সাধারণ মানুষ এ মানববন্ধনে আয়োজন করেন।
কাজের মেয়ের সাথে প্রশাসনিক ভবনে অসামাজিক কাজে লিপ্ত অবস্থায় স্থানীয় জনগণ তাদের আটক করেন। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন দৈনিক জনকণ্ঠের উপজেলা প্রতিনিধি অলিউল্লাহসহ অনেকেই। এরপর ওই ঘটনায় সংবাদ প্রকাশ হয় বিভিন্ন গণমাধ্যমে। এতে ক্ষিপ্ত হয়ে গোদাগাড়ী থানার আরেক দূর্নীতিবাজ আ’লীগের দোসর ওসি রুহুল আমিনের সহযোগিতা মিথ্যা মামলা দায়ের করা হয়। পরে অবশ্য ওই মামলায় সকলে জামিন নেন। শুধু মিথ্যা মামলা দিয়ে ক্ষান্ত নয় ওই উপজেলা প্রশাসনিক কর্মকর্তা হাফিজুল। পরে ওই নারীর স্বামীকে বাদ দিয়ে বিয়েও করেন সে। বিয়ের পরে ওই নারীকে দিয়ে একেরপর এক হয়রানির উদ্দেশ্যে সাংবাদিকসহ স্থানীদের হুমকি ধামকি প্রদানও করছেন।
মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিকরা বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করাসহ সমাজের অনিয়ম তুলে ধরায় হামলা মামলার শিকার হয়। তেমনি একটি ঘটনায় গত ১ মার্চ গোদাগাড়ী মডেল থানায় ও ৬ এপ্রিল রাজশাহীর আদালতে পৃথক ২ টি মামলা করে উপ-প্রশাসনিক কর্মকর্তা হাফিজুর রহমান ও কাজের মেয়ে রুবিনা। গত ২৭ ফেব্রুয়ারী হাফিজুর রহমান কাজের মেয়ে রুবিনার অসামাজিক কাজে লিপ্ত অবস্থায় জনতার হাতে আটক হয়। এ বিষয়ে সাংবাদিক অলিউল্লাহ সহ রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সাংবাদিকরা নিউজ প্রকাশ করেন। এছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যমে আটকের ঘটনার ভিডিও ভাইরাল করেন সাধারণ জনগণ। এতেই ক্ষিপ্ত হয়ে গোদাগাড়ী উপজেলার প্রশাসনের পরামর্শে মামলা করেন তারা। মানববন্ধন থেকে ওই মিথ্যা মামলা প্রত্যাহার, ইউএনও ফয়সাল আহমেদ ও চরিত্রহীন কর্মকর্তা হাফিজুরের অপসারণের দাবী জানানো হয়। অবিলম্বে ওই সমস্ত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিও জানানো হয় মানববন্ধনে।
মানববন্ধনে বক্তারা আরও বলেন, দূর্নীতিবাজ কর্মকর্তা হাফিজুর রহমান ও ইউএনওসহ উপজেলা প্রশাসনের কতিপয় আ’লীগের দোসরদের দ্রুত অপসারণ করা না হলে আরো কঠোর কর্মসূচিসহ উপজেলা প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি ঘোষণা করা হবে। এছাড়াও এ ঘটনায় স্থানীরাসহ সাংবাদিকরা জেলা প্রশাসক বরাবর স্বারকলিপি প্রদান করবেন। প্রদান উপদেষ্টা বরাবর লিখিত অভিযোগ দাখিলও করবেন তাঁরা।
মানববন্ধনে উপস্থিত ছিলেন, আমার দেশ পত্রিকার গোদাগাড়ী প্রতিনিধি সাইফুল ইসলাম, কালবেলার সাংবাদিক জামিল, সংগ্রাম পত্রিকার সাংবাদিক আব্দুল খালেক, উপচার পত্রিকার সাংবাদিক সারোয়ার সবুজ, সময়ের আলো পত্রিকার সাংবাদিক আবু তাহের, মানবকণ্ঠের সাংবাদিক মানিক হোসেন, নববাণীর সাংবাদিক মনিরুল ইসলাম, জনকণ্ঠ পত্রিকার সাংবাদিক অলিউল্লাহ সহ স্থানীয় জনসাধারণ।
উল্লেখ্য, গোদাগাড়ী উপজেলার উপ- প্রশাসনিক কর্মকর্তা হাফিজুর রহমান ও কাজের মেয়ে রুবিনা গত ২৭ ফেব্রুয়ারী আনুমানিক বিকেল ৫:৩০ মিনিটে উপজেলার রুপালী ভবনের ২য় তলায় জনতার হাতে আটক হন। এ বিষয়ে নিউজের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় তাদের ভিডিও। এতে ক্ষীপ্ত হয়ে ১ মার্চ একটি মিথ্যা মামলা করেন হাফিজুর। প্রথম অভিযোগে বলা হয় বর্তমান ও সাবেক ইউএনও’র পরামর্শে অভিযোগ করেন তিনি।পরবর্তী অভিযোগে বলা হয় পরিবারের পরামর্শে।
এছাড়াও হাফিজুরের বিরুদ্ধে ১৮ আগস্ট ২০২৪ সালে ১৭৫৬ নং ডকেটে ঘুষ,দূর্নীতি ও বাঘা -চারঘাটে নারী কেলেঙ্কারির অভিযোগ দেওয়া হয় রাজশাহী জেলা প্রশাসক বরাবর।


এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের সবখবর
error: Content is protected !!
error: Content is protected !!