
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন রাজশাহী-৬ (চারঘাট–বাঘা) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের মনোনীত প্রার্থী নাজমুল হক বলেছেন, নির্বাচিত হলে সন্ত্রাস, চাঁদাবাজি ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়াই হবে তাঁর প্রধান লক্ষ্য।
আজ শুক্রবার (৩০ জানুয়ারি) দিনব্যাপী নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে রাজশাহীর চারঘাট উপজেলার চারঘাট ইউনিয়নের রাওথা এলাকায় বিকেলে গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, নির্বাচিত হলে এলাকার সার্বিক উন্নয়ন, ন্যায়বিচার প্রতিষ্ঠা, সুশাসন নিশ্চিতকরণ এবং সাধারণ মানুষের অধিকার রক্ষায় অগ্রাধিকার ভিত্তিতে কাজ করা হবে। ন্যায় ও ইনসাফের ভিত্তিতে একটি কল্যাণরাষ্ট্র গড়ে তুলতেই আমাদের এই নির্বাচন,”—বলেন তিনি।
নাজমুল হক ভোটারদের উদ্দেশে বলেন, আপনারা নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করবেন। কেউ আপনাদের বাধা দিতে পারবে না। কারণ একটি ভোট রাষ্ট্রের পবিত্র আমানত। একই সঙ্গে অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচনী পরিবেশ নিশ্চিত করতে নির্বাচন কমিশন, নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন তিনি।
গণসংযোগকালে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি শফিকুল ইসলামসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা।
Reporter Name 


















