মহম্মদপুরে জাতীয়তাবাদী দল বিএনপির নির্বাচনীয় সভা ও গণ মিছিল অনুষ্ঠিত।
মাগুরা-২ আসনের বিএনপির সংসদ সদস্য পদ প্রার্থী ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব মোঃ রবিউল ইসলাম নয়নের নেতৃত্বে মহম্মদপুরে নির্বাচনী গণ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মাগুরা-২ (শালিখা-মহম্মদুপর) আসনের বিএনপি’র দলীয় মনোনয়ন প্রত্যাশী ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব মোঃ রবিউল ইসলাম নয়ন এর নেতৃত্বে ধানের শীষের পক্ষে বুধবার বিকেলে নির্বাচনী গণ মিছিল ও শোডাউন অনুষ্ঠিত হয়েছে।
মাগুরা-২ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব কাজী সালিমুল হক কামাল সাহেব প্রধান অতিথি হিসেবে মিছিল ও শোডাউনে উপস্থিত থাকার কথা থাকলেও অসুস্থতার কারণে তিনি আসতে পারেন নি।
বিকেল ৪ টার দিকে উপজেলার ধোয়াইল স্কুল মাঠে নেতাকর্মীরা সমাবেত হয়।সেখান থেকে হাজার হাজার নেতাকর্মী সহকারে একটি বিশাল মিছিল মহম্মদপুর সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রর্দক্ষিণ শেষে স্থানীয় শহীদ রওশন মার্কেট চত্বরে সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে মিছিল ও শোডাউনের সমাপ্ত ঘটে।
বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয় জনগনের অংশ গ্রহণে মিছিলটি এলাকায় উৎসব মূখর পরিবেশের সৃষ্টি করে।
এসময় উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর আলম খাঁন বাচ্চু, উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি ইউপি চেয়ারম্যান মো’ গোলাম আযম সাবু,উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক সাবেক চেয়ারমান মো’ আকতারুজ্জামান আক্তার, যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মো: মিজানুর রহমান মিজান প্রমূখ।