রবিবার, ২৫ মে ২০২৫, ০৮:১৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সর্বশেষ সংবাদঃ
রাজশাহীর জন নিরাপত্তা বিঘ্নকারী ট্রাইব্যুনাল ও দায়রা জজ -২ আদালতে দুই জনের যাবজ্জীবন কারাদণ্ড মোহনপুরে জমিজমা সংক্রান্ত বিরোধ ক ক টে ল ও দেশীয় অ স্ত্র সহ আটক ৫ রাজশাহী কোর্ট চত্বরে গণঅধিকার পরিষদের প্রাঙ্গণে লিফলেট বিতরণ মাদক মামলায় ০৮ বছরের সাজাপ্রাপ্ত পলাতক ০১ জন আসামী গ্রেফতার মোহনপুরে হিমাগারে বাঁশের বেড়া অপসারণ করলেন প্রশাসন  রাজশাহীতে ক্লুলেস হত্যা মামলার রহস্য উদঘাটন করলো পিবিআই দুর্গাপুরে ডিপ টিউবওয়েল নিয়ে আধিপত্যকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে এক যুবক নিহত আহত ১০ , খুনিদের ফাঁসির দাবিতে মানববন্ধন রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব ক্রিকেট টুর্ণামেন্টে সাধারণ সম্পাদক একাদশ বিজয়ী রাজশাহী জেলার পুঠিয়া থানা হতে অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী ফারুক‘কে গ্রেফতার করেছে র‌্যাব-৫ বাগমারায় টেলিগ্রাম অ্যাপসে টাকা হাতিয়ে নেয়া চক্রের ৫ সদস্যকে গ্রেপ্তার  ছাত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ধরা রাবি শিক্ষক, ভিডিও ভাইরাল মানববন্ধনে কোমলমতি শিক্ষার্থীদের ব্যবহার: আইনজীবীর লিগাল নোটিশ চাঁপাইনবাবগঞ্জে আন্তঃনগর ট্রেন চালুর দাবীতে ট্রেন অবরোধ ও মানববন্ধন কর্মসূচী পালন হোস্টেলের ভাড়া কমানোর দাবিতে শিক্ষার্থীদের তোপের মুখে রাজশাহী কলেজ অধ্যক্ষ রাজশাহীর পুঠিয়া থেকে ১২ মামলার মূল হোতা সাব্বির‘কে গ্রেফতার করেছে র‌্যাব-৫ শিবগঞ্জে ২ কেজি গাঁজাসহ গ্রেফতার এক রাজশাহীর তানোরে গলায় ফাস দিয়ে যুবকের আত্মহত্যা রাজশাহী জেলা গণধিকার পরিষদের নতুন কমিটি অনুমোদন রাজশাহীর দূর্গাপুরে হত্যা মামলার ৫ জন এজাহার নামীয় পলাতক আসামীদেরকে কক্সবাজার থেকে গ্রেফতার জয়পুরহাটের ছোট হেলকুন্ডা এলাকায় চাঞ্চল্যকর ধর্ষণ মামলার মুল আসামী আমানত’কে গ্রেফতার করেছে র‌্যাব-৫
Notice :
প্রিয় পাঠক   দৈনিক মাগুরার কথা   অনলাইন নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের নিয়ম মেনে বস্তু নিষ্ঠ তথ্য ভিত্তিক সংবাদ প্রচার করতে আমরা বদ্ধ পরিকর ।  বি:দ্র : এই ওয়েবসাইটের কোনো লেখা,  ছবি ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি । এখানে ক্লিক করুণ Apps  

দুর্গাপুরে ডিপ টিউবওয়েল নিয়ে আধিপত্যকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে এক যুবক নিহত আহত ১০ , খুনিদের ফাঁসির দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক / ২২ বার পঠিত হয়েছে।
নিউজ প্রকাশ : রবিবার, ১৮ মে, ২০২৫, ৬:১১ পূর্বাহ্ন

রাজশাহীর দুর্গাপুরে বরেন্দ্রের ডিপ টিউবওয়েল নিয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে হাসিবুর রহমান (২৫) নামের এক যুবক নিহত হয়েছেন। গত বুধবার (১৪ মে) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার মাড়িয়া ইউনিয়নের হোজা অনন্তকান্দি দক্ষিণপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। নিহত যুবক ওই গ্রামের আবুল কাশেমের ছেলে।


‎নিহতের চাচা ইব্রাহীম বলেন, হোজা অনন্তকান্দি দক্ষিণপাড়া গ্রামের ডিপ টিউবওয়েলকে নিয়ে স্থানীয় রেজাউল হক ও আবুল কাশেম পক্ষের দীর্ঘদিনের দ্বন্দ্ব রয়েছে। গত রমজান মাসে আবুল কাশেমের ছেলে নিহত হাসিবুর রহমান একটি ডিপ টিউবওয়েলে তালা ঝুলিয়ে দেন। এ নিয়ে একাধিকবার স্থানীয়ভাবে সালিশ দরবার করা হয়েছে। তারপরও দুই পক্ষের দ্বন্দ্ব চলে আসছিল।

‎নিহতের চাচাতো ভাই আবু সাঈদ বলেন , গত মঙ্গলবার (১৩ মে) দুপুরে হাসিবুর তাঁর ফুফাতো ভাই শফিকুল ইসলামের জমি মাপজোখ করছিলেন। এ সময় হাসিবুরের সঙ্গে মাপজোখ নিয়ে অপর পক্ষ ওয়াজেদ আলীর সঙ্গে কথা-কাটাকাটি হয়। পরদিন বুধবার এসব ঘটনার রেষ ধরে প্রতিপক্ষ শাহিন ইসলামের সঙ্গে আবারও বিবাদে জড়িয়ে পড়েন হাসিবুরের পক্ষ। ওই দিন সন্ধ্যা ৭টার দিকে হাসিবুর বাড়ি থেকে বের হলে প্রতিপক্ষের লোকেরা রামদা দিয়ে কুপিয়ে হাসিবুরের হাত ও শরীরে বিভিন্ন অংশ বিচ্ছিন্ন করে ফেলেন। পরে তাঁকে রাজশাহী মেডিকেল হাসপাতালে নেওয়া হলে তিনি সেখানে মারা যান।

‎নিহত হাসিবুরের বোন কুলসুমা খাতুন বলেন, রেজাউল হকের লোকজন জামরুল ইসলাম জামু, ওয়াজেদ, ফরিদ উদ্দিন, বাবু হোসেন, শাহিনরা রামদা দিয়ে আমার ভাইকে কুপিয়ে মারে। এছাড়াও তিনি হাসিবুর হত্যা কারীদের ফাঁসির দাবী করেন।

‎তবে আজ (১৭ মে) শনিবার বেলা সাড়ে ১২ টার দিকে সরেজমিন দেখা যায়, রেজাউলের দোকান ঘরের সামনের অংশ ভেঙে ফেলা হয়েছে। তবে অভিযুক্তদের বাড়িতে কেউ না থাকায় তাঁদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

‎এদিকে, গত শুক্রবার (১৬ মে) সন্ধায় উক্ত হাসিবুর হত্যা মামলার ৪ জন আসামীকে গ্রেপ্তার করেছে দুর্গাপুর থানা পুলিশ। আজ (১৭ মে) শনিবার আাসামীদের জেল হাজতে প্রেরণ কর হয়।

‎এ বিষয়ে জানতে চাইলে দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) দুরুল হোদা জানান, হত্যার মামলার ৪ জন আসামীকে গতকাল শুক্রবার গ্রেপ্তার করা হয়েছে এবং তাদেরকে কোর্টের মাধ্যমে জেলা হাজতে প্রেরণ করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এছাড়াও অন্যান্য আসামীদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত আছে।

উক্ত খুনের ঘটনার বিচার চেয়ে আজ বিকেলে হাসিবুর রহমান হত্যাকান্ডে খুনিদের ফাঁসির দাবিতে মানববন্ধন কর্মসূচি ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী । ১৭ মে বিকেলে মাড়িয়া ইউপির হোজা অনন্তকান্দী গ্রামের বাসিন্দারা মানববন্ধন কর্মসূচি পালন করে। এসময় এলাকাবাসী বলেন, হাসিবুর রহমানের হত্যাকারী শীর্ষ সন্ত্রাসী রেজাউল করিম (মাস্টার), বাবু, ওয়াজেদ ও ইউনুসের নেতৃত্বে একদল সন্ত্রাসী পরিকল্পিত ভাবে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে মাগরিবের নামাজের সময় উপর্যুপরি আঘাত করে বি.এন.পি. এর একনিষ্ঠ কর্মী হাসিবুর রহমান হাসিবকে হত্যা ও বেশ কয়েক জনকে গুরুতর আহত করে অবিলম্বে চিহ্নিত খনি ও সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার করে ফাঁসি কার্যকর করার দাবী করেন এলাকাবাসী ।

এবিষয়ে দুর্গাপুর থানার ওসি দুরুল হোদা জানান, দু’পক্ষের সংঘর্ষের ঘটনায় নিহত হাসিবুরের বাবা বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার প্রেক্ষিতে ৫ জনকে আটক করা হয়, থানায় আইনি প্রক্রিয়া শেষে আটককৃতদের বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বাকি আসামিদের আটক করতে থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে ।


এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের সবখবর
error: Content is protected !!
error: Content is protected !!