লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার দুর্গাপুর ইউনিয়নের সীমান্তবর্তী এলাকায় শ্রী শ্রী রাধা কৃষ্ণ মন্দিরে ৫২৫২ তম আবির্ভাব ও মঙ্গল শোভাযাত্রা,
জানা যায় যে, পরম পুরুষ শ্রীকৃষ্ণ আবিভূত হয়েছিলেন ভাদ্র মাসে অষ্টমী তিথির মধ্য রাত্রে কংসের কারাগারে দেব কি ও বসুদেবের পুত্ররূপে জন্ম মৃত্যু রোগ শোক বুদ্ধি পরী নামের অতীত যিনি পরম পুরুষ পূর্ব কাশে যেমন পূর্ণ চন্দ্রের উদায় হয় ভগবান শ্রী হরি সেই রূপ মূর্তিমতী প্রতিমা দেবী প্রতিমা দেবকী দেবীকে আশ্রয় করে পূর্ণ স্বরূপে হলেন আবির্ভৃত হলেন। সকলের প্রাণের প্রাণের ঠাকুর যিনি তখন বাসুদেব দেবকীর নয়ন।অবাক বিস্ময়ে দেখেছেন তারা সেই পরম অদ্ভুত বালককে মূর্তি অথচ চতুর্ভুজ চার ভাসতে শঙ্খ গদা গদাচক্র উদ্যত করে রয়েছেন, তার পরিধানে পীতবসন নব ঘন মেঘের ন্যায় বর্ণ সৌন্দর্য মহামূল্যবান কিরীট ও কুলের দীপ্তিতে উদ্যাসিত কেশ রাশি এবং অতি উজ্জল চন্দ্রহার কেয়ৃর ও কংকনাদি অলংকারে পরিশোভিত দেবকী হতে আবির্ভৃত, শ্রী হরি এসেছেন পুত্র হয়ে। সেই থেকে সনাতন ধর্ম লম্বীরা জন্মাষ্টমী হিসেবে পালন করেন।