লালমনিরহাটে ডিজিটাল মিটার অপসারণ করে প্রিপেইড মিটার স্থাপন করার দাবিতে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি ( নেসকো) লিঃ লালমনিরহাট বিক্রয় ও বিতরণ বিভাগ নির্বাহী প্রকৌশলীর দপ্তর কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ সমাবেশ করেন গ্রাহকরা।
সোমবার (২৫ আগস্ট ) দুপুরে লালমনিরহাট ( নেসকো) অফিসের সামনে এ বিক্ষোভ সমাবেশ করেন।
এ সময় জনস্বাস্থ্য উপেক্ষা করে হয়রানি মূলক প্রিপেইড – মিটার স্থাপন বন্ধ না হলে বৃহত্তম আন্দোলন গড়ে তোলার দিয়েছেন গ্রাহকেরা।
প্রি- পেইড, মিটার স্থাপন করা হলে গ্রাহকদের অতিরিক্ত চার্জ পরিশোধ সহ নানা হয়রানির শিকার হতে হবে বলে জানান গ্রাহকেরা।
ঘটনাস্থলে লালমনিরহাট সদর থানার ( ওসি) মোহাম্মদ নুরনবী গিয়ে গ্রাহকদের বিক্ষোভ থামানোর চেষ্টা করে।
লালমনিরহাটের অতিরিক্ত পুলিশ সুপার, ( এ – সার্কেল) এ কেএম ফজলুল হক,পরিস্থিতি নিয়ন্তনের চেষ্টা করেন।
লালমনিরহাট নেসকোর নির্বাহী প্রকৌশলী মাহামুদুর রহমান জনতার সামনে মাইকে ঘোষণা করেন, হয়রানি মূলক প্রি- পেইড মিটার স্থাপন সমস্যা সমাধানের জন্য দ্রুত সময়ে কাজ করা হবে।