মাগুরায় ভুয়া সেনা সদস্য সেজে প্রতারণা,যুবক আটক।
বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য পরিচয় দিয়ে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণার অভিযোগে মো. মনোয়ার হোসেন জীবন (১৯) নামের এক যুবককে আটক করে মাগুরা সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে আর্মি ক্যাম্প।
জানা গেছে, ঝিনাইদহ সদর উপজেলার সুরাট গ্রামের সেলিম হোসেনের ছেলে মনোয়ার হোসেন জীবন দীর্ঘদিন ধরে দালাল চক্রের সদস্য হিসেবে প্রতারণামূলক কার্যকলাপে জড়িত।
গতকাল (৩১ আগস্ট) শ্রীপুর এলাকায় বিয়ের জন্য পাত্রী দেখতে গিয়ে তিনি নিজেকে সেনাসদস্য পরিচয় দেন। স্থানীয়দের সন্দেহ হলে তিনি সুকৌশলে সেখান থেকে পালিয়ে যান।আজ (১ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে মাগুরা শহরের ভায়না হাজীর মোড় কলেজপাড়া এলাকায় সাইফুল ইসলাম নামে এক ব্যক্তির সঙ্গে দেখা করতে আসেন জীবন। সেখানে তিনি বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি দেওয়ার প্রলোভন দেখান এবং এর জন্য ১২ লাখ টাকা দাবি করেন।
সাইফুল ইসলামের সন্দেহ হলে তিনি মাগুরা আর্মি ক্যাম্পে বিষয়টি জানান। পরে ক্যাম্প থেকে একটি দল ঘটনাস্থলে গিয়ে যাচাই-বাছাই করে দেখতে পায়, জীবন সেনাসদস্য নন; তিনি প্রতারক চক্রের একজন সদস্য। এই চক্র প্রতিনিয়ত গ্রাম-গঞ্জে গিয়ে সেনাসদস্য পরিচয়ে সাধারণ মানুষকে চাকরির প্রলোভন দেখিয়ে অর্থ হাতিয়ে নিচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।বর্তমানে আটককৃত মনোয়ার হোসেন জীবনকে মাগুরা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।