রাজশাহী জেলা মোহনপুর উপজেলার ধুরইল ইসলমিয়া বালিকা দাখিল মাদ্রাসা নিজস্ব হল রুমে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মুসলিম উম্মাহর প্রতি দোয়া ও আশীর্বাদ জ্ঞাপন করেছেন সুপারিটেনডেন্ট মাওলানা মোঃ নুরুজ্জামান
। তিনি বলেন, “সমগ্র বিশ্বজুড়ে মহান নবী হযরত মুহাম্মদ (সাঃ)-এর আগমন ইসলামের ইতিহাসে এক গৌরবময় ও যুগান্তকারী ঘটনা। আরবি ও ইসলামী সভ্যতার যে পথনির্দেশনা তিনি স্থাপন করেছেন, তা মানবজাতির জন্য চিরকালই আলোকবর্তিকা। তাঁর পবিত্র আদর্শ ও শিক্ষার আলোকে মানবজাতি আজও ন্যায়, সংহতি ও আধ্যাত্মিক পথে পরিচালিত হচ্ছে।”
সুপারিটেনডেন্ট মাওলানা মোঃ নুরুজ্জামান ও বলেন, “বিশ্বনবীর মহিমান্বিত আগমনকে স্মরণীয় করতে মুসলিম উম্মাহ সারা বিশ্বে পবিত্র মিলাদ উদযাপন করে। এই মহিমান্বিত দিবস মুসলিমদের আধ্যাত্মিক উন্নতি, নৈতিক সচেতনতা এবং ধর্মীয় অনুশীলনে অনন্য প্রেরণা যোগায়।”
তিনি বিশেষভাবে উল্লেখ করেন, “পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আমি বিশ্বের সকল মুসলিম ভাই-বোন এবং বিশেষ করে রাজশাহী জেলা ও মোহনপুর উপজেলা সকল ধর্মপ্রাণ মুসলমানদের জন্য অফুরন্ত খুশি, শান্তি ও সমৃদ্ধি কামনা করছি।”