শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০১:২৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সর্বশেষ সংবাদঃ
লালমনিরহাটে বউ —শাশুড়ির মেলা অনুষ্ঠিত অংশগ্রহণ কারীদের মাঝে পুরস্কার ও গাছ বিতরণ মহম্মদপুরের বিনোদপুর থেকে ৭৮ মেট্রিক টন চাল উদ্ধার পবায় ভূমিদস্যু মোকাররম আলীর নির্যাতনে গুরুতর আহত সহোদর দুই ভাই লালমনিরহাটে স্বামী-স্ত্রী আটক ৬০০ পিস ট্যাবলেট উদ্ধার রাজশাহী জেলার তানোরে নবাগত ইউএনওকে ফুলেল শুভেচ্ছা বাউসা ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউল করিমের নামে অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন রাজশাহী জেলার দুর্গাপুরে ডেসটিনি বিনিয়োগকারী ও ক্রেতা-পরিবেশক ঐক্য ফোরাম (ডিডাফ) কমিটি গঠন মাগুরায় ৭৭ মেট্রিক টন চাল তুলে নিয়েছেন ডিলার, উপকারভোগীরা জানেন ‘বরাদ্দ হয়নি’ মাগুরায় প্রবাসীদের নিরাপদ অভিবাসন নিশ্চিতকরণ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত  মাগুরা জেলা প্রশাসক কর্তৃক শ্রীপুর উপজেলায় বিভিন্ন উন্নয়ন প্রকল্প ও সরকারি দপ্তর পরিদর্শন মাগুরা জেলা প্রাথমিক শিক্ষা টাস্কফোর্স এবং জেলা মানসম্মত শিক্ষা কমিটির সভা অনুষ্ঠিত মাগুরায় তামাক দ্রব্য নিয়ন্ত্রন জেলা টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত হাতীবান্ধয় একই রশিতে স্বামী ও অন্তঃসত্ত্বা স্ত্রীর মধ্যে উদ্ধার মাগুরা সদরের কৃষি অফিসারের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ নির্বাচন কমিশনের (ইসি) চূড়ান্ত নিবন্ধন পেতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) ৬ নতুন রাজনৈতিক দল জেনারেল হাসপাতাল দখলের চেষ্টা, পার্টনারশিপে দ্বন্দ্ব, থানায় অভিযোগ আদিতমারীতে সুইড বাংলাদেশ রংপুর বিভাগীয় সাংগঠনিক উপলক্ষে মান উন্নয়নের মতবিনিময় সভা সাংবাদিকের ভাই পরিচয়ে সাংবাদিক কে বিএনপি নেতার হুমকি জুলাই জাতীয় সনদের ভিত্তিতে ফেব্রুয়ারীতে নির্বাচন অনুষ্ঠানসহ ৫ দফা দাবিতে রাজশাহীতে জামায়াতের বিক্ষোভ সমাবেশ রাজশাহীতে অসহায় মানুষের পাশে ‘ভলেন্টিয়ার অফ রাজশাহী’
Notice :
প্রিয় পাঠক   দৈনিক মাগুরার কথা   অনলাইন নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের নিয়ম মেনে বস্তু নিষ্ঠ তথ্য ভিত্তিক সংবাদ প্রচার করতে আমরা বদ্ধ পরিকর ।  বি:দ্র : এই ওয়েবসাইটের কোনো লেখা,  ছবি ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি । এখানে ক্লিক করুণ Apps  

সাংবাদিকের ভাই পরিচয়ে সাংবাদিক কে বিএনপি নেতার হুমকি

মাগুরার কথা ডেক্স / ৫১ বার পঠিত হয়েছে।
নিউজ প্রকাশ : শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫, ১:০৫ অপরাহ্ণ

 

রাজশাহীর বাঘা উপজেলার বাউসা বাজারের এক কিটনাশক ব্যবসায়ীর কাছ থেকে তিন লাখ টাকা চাঁদা আদায় ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে বাউসা ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউল করিমের বিরুদ্ধে। ভুক্তভোগীর অভিযোগের বিষয়ে জানতে মুঠোফোনে যোগাযোগ করা হলে সাংবাদিককে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এই নেতা। তিনি বলেন,চাঁদা নিয়েছি,আপনার কাছ থেকেও নিবো।

ভুক্তভোগীর নাম রবিউল হাসান। তিনি একই এলাকার ব্যবসায়ী। রবিউল অভিযোগ করে বলেন, আদালতের নির্দেশে পূর্বের একটি জের মামলা আপস-মীমাংসা হওয়ার পরও বিবাদী রেজাউল করিম পূর্ব শত্রুতার জেরে তার কাছ থেকে পুনরায় তিন লাখ টাকা চাঁদা দাবি করেন। তিনি বলেন, চাঁদা দিতে অস্বীকৃতি জানালে রেজাউল করিম একাধিকবার তাকে প্রাণনাশের হুমকি দেন, যার অডিও রেকর্ডও সোসাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।

হুমকি দিয়ে তিনি ইতোমধ্যে তার কাছ থেকে এক লাখ টাকা ব্যাংকের মাধ্যমে আদায় করেছেন বলেও জানান রবিউল। এছাড়াও দুই লাখ টাকা ক্যাশ নিয়েছেন। এই অর্থ তিনি রূপালী ব্যাংক বাউসা শাখার তার ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে একটি চেকের মাধ্যমে দিয়েছেন, যা নগদায়ন করেন স্থানীয় ইউপি সদস্য আখের আলী। তিনি আরও অভিযোগ করেন, রেজাউল করিম প্রকাশ্যে তাকে বলেন, এক লাখ পঁচাশি হাজার টাকা দিয়ে পিস্তল কিনেছি শুধু তোর জন্য। তার আশঙ্কা, অভিযুক্তের কাছে আগ্নেয়াস্ত্র রয়েছে, যা তিনি ব্যবহার করতে পারেন।

ভুক্তভোগী বলেন, ‌‌‌বর্তমানে আমি দোকান খুলতে পারছি না, দীর্ঘ ১৫ দিন ধরে গৃহবন্দি অবস্থায় রয়েছি। রেজাউল করিম আমার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ার হুমকি দিয়ে যাচ্ছেন। তার ভয়ে আমি ঘর থেকেও বের হতে পারি না।

তিনি অভিযোগ করেন, গত বছরের ৫ আগস্ট পর থেকে রেজাউল করিম ও তার অনুসারীরা বাউসা ইউনিয়নে চাঁদাবাজি,দখলবাজি,বাড়িঘর ভাঙচুরসহ নানা অপরাধে জড়িত। একবার তাকে গ্রেপ্তার করে মুচলেকায় ছেড়ে দেওয়া হলেও সে আবারও অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়েছে।

ভুক্তভোগী রবিউল হাসান বলেন,আমার কাছ থেকে ৩ লাখ টাকা চাঁদা নিয়েছে। আমার দেওয়া চেক থেকে আখের মেম্বারের মাধ্যমে ১ লাখ টাকা তিনি উঠিয়েছেন। বাকি দুইলাখ নগদে নিয়েছেন। এখন তারা আরও টাকা চাইছেন। কিন্তু আমার কাছে আর কোনো টাকা নেই যে, আমি দিতে পারি। আজ প্রায় ১৫ দিন ধরে আমি গৃহবন্দি, বের হতে পারছি না। ওই নেতা আমাকে মেরে ফেলার হুমকি দিয়েছেন।’

বিষয়টি জানতে বাউসা ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউল করিমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি প্রথম আলো পত্রিকার সাংবাদিক আবুল কালাম আজাদ কে তার ভাই পরিচয়ে প্রতিবেদককে অকথ্য ভাষায় গালিগালাজ করে বলেন, ‘আমি চাঁদা নিয়েছি, প্রয়োজনে আপনার কাছ থেকেও নেবো।’ একইসঙ্গে তিনি প্রতিবেদকের আর্থিক অবস্থা, পড়াশোনা এবং ব্যক্তিগত বিষয় নিয়েও কটূক্তি করেন।

এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ঘটনার অডিও ক্লিপ ছড়িয়ে পড়লে রেজাউল করিমের কথিত ভাই (সাংবাদিক) অস্বীকৃতি জানিয়ে তার ফেসবুক ওয়ালে পোস্ট করেছেন। পোস্টটি হুবহু তুলে ধরা হলো -দৃষ্টি আকর্ষণ : রাজশাহী জেলার বাউসা ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউল করিম ‘আমার ভাই’ পরিচয় দিয়ে যদি কোনো গণমাধ্যমকর্মীর সঙ্গে আপত্তিকর আচরণ বা বক্তব্য দেন, তা একান্তই তার ব্যক্তিগত। তার দায় কোনভাবেই আমার ওপর বর্তাবে না।

এ ঘটনায় স্থানীয়দের মনে উকি দিচ্ছে নানা প্রশ্ন? তাহলে রেজাউলের উগ্রতার রাজত্বের নেপথ্যে কি তার ক্ষমতাধর সাংবাদিক ভাই! নাকি অন্য কেউ? কোন খুঁটির জোরে তার এমন বেপরোয়া হয়ে ওঠা। যেখানে রেজাউলের হুমকি থেকে বাদ পড়েনি গণমাধ্যম কর্মী, সেখানে কি হতে পারে সাধারণের পরিনতি?


এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের সবখবর
error: Content is protected !!
error: Content is protected !!