মাগুরা জেলা প্রশাসক কর্তৃক শ্রীপুর উপজেলায় বিভিন্ন উন্নয়ন প্রকল্প ও সরকারি দপ্তর পরিদর্শন
জেলা প্রশাসক, মাগুরা জনাব মোঃ অহিদুল ইসলাম ২২ সেপ্টেম্বর ২০২৫ তারিখে শ্রীপুর উপজেলার বিভিন্ন সরকারি দপ্তর ও উন্নয়নমূলক প্রকল্প পরিদর্শন করেন।
দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে জেলা প্রশাসক প্রথমে বরালিদাহ সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং রাধানগর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন ও নতুন ভবনের উদ্বোধন করেন। এরপর কাদিরপাড়া ইউনিয়ন ভূমি অফিস এবং সব্দালপুর ইউনিয়ন ভূমি অফিসের নবনির্মিত ভবনের উদ্বোধন করেন।
তিনি শ্রীপুর ডিগ্রি কলেজে শিক্ষার্থীদের সাথে মাদক, বাল্যবিবাহ ও আত্মহত্যা প্রতিরোধে সচেতনতামূলক সভায় অংশগ্রহণ করেন। একইসাথে কলেজে ছাত্রীদের স্বাস্থ্য সুরক্ষায় ভেন্ডিং মেশিন স্থাপন কার্যক্রম উদ্বোধন করেন।
এ ছাড়া জেলা প্রশাসক শ্রীপুর উপজেলার নবনির্মিত ভবন উদ্বোধন, শ্রীপুর ইউনিয়ন পরিষদ পরিদর্শন এবং পরিবেশ সংরক্ষণে তালের চারা রোপণ কার্যক্রমে অংশগ্রহণ করেন।
দিনব্যাপী এসব কর্মসূচিতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।