মাগুরায় প্রবাসীদের নিরাপদ অভিবাসন নিশ্চিতকরণ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
“প্রবাসীর অধিকার, আমাদের অঙ্গীকার—বৈষম্যহীন বাংলাদেশ, আমাদের সবার” এই প্রতিপাদ্য নিয়ে বিদেশে কর্মসংস্থান সৃষ্টি এবং প্রবাসীদের নিরাপদ অভিবাসন নিশ্চিতকরণ বিষয়ক সেমিনার ১৮ সেপ্টেম্বর ২০২৫ খ্রি. মাগুরা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি), ইটখোলারায় অনুষ্ঠিত হয়।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক, মাগুরা জনাব মোঃ অহিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস, মাগুরার সহকারী পরিচালক জনাব আবু মোঃ রেজাউল করিম। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন টিটিসি মাগুরার অধ্যক্ষ জনাব মোঃ শহীদুল ইসলাম।
সেমিনারে প্রধান অতিথি বলেন যে, প্রবাসীদের সঠিক তথ্য ও দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণ প্রদান এবং নিরাপদ অভিবাসন নিশ্চিত করার মাধ্যমে বিদেশে কর্মসংস্থানের নতুন দ্বার উন্মোচন করা সম্ভব। প্রবাসীদের অধিকার রক্ষায় সরকারের পাশাপাশি সামাজিক সচেতনতা বৃদ্ধি জরুরি বলে তিনি উল্লেখ করেন।
অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, প্রশিক্ষণার্থী ও স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।