রাজশাহীর পবা উপজেলার বড়গাছি ইউনিয়নের শেখ পাড়ায় ভূমিধস্যু মোকারর আলি রাজিব দুলাল শেখ ও শরিফুল ইসলাম নামের দুইজনকে দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে পিটিয়ে আহত করে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বড়গাছি শেখপাড়ার মৃত আজাহার আলী নিঃসন্তান ছিলেন, তিনি মারা যাবার পর তার সম্পত্তি ভোগদখল করে আসছিলেন তার ভাতিজারা, প্রথম দিকে সম্পত্তির লিজকৃত টাকা সমানভাগে বাটোয়ারা করা হলেও বিগত ছয় মাস যাবত কোন টাকা না দিয়ে মোকাররম আলি নিজে সব আত্মসাৎ করে আসছেন, এমত অবস্থায় একটি পুকুরের লিজ দেয় মোকাররম আলী,শরিফুল ইসলাম ও রাজিব দুলাল শেখ মকারাম আলীকে জানায় যে আমাদের না জানিয়ে একা একা কেন পুকুর লিজ দিচ্ছেন,ভূমিধস্য মোকাররাম আলী হুমকি ধামকি দিয়ে বলেন তোমাদের কোন টাকা পয়সা দেওয়া যাবে না।
১৯/০৯/২০২৫ খ্রিঃ তারিখ রাত্রি অনুমান ০৮.৩০ ঘটিকার সময় পবা থানাধীন বড়গাছি গ্রামস্থ জনৈক মুনসুরের মোড়ে উক্ত পুকুরের লীজের টাকা বন্টনের সময় রাজিব দুলাল শেখ উপস্থিত হয়ে পুকুর লীজের টাকার অংশ দাবি করলে কোনো প্রকার টাকার অংশ দিবে না মর্মে জানিয়ে দেয় ভূমিদস্যু মোকাররম আলী। অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে। গালিগালাজ করতে নিষেধ করলে মোকাররম আলী ও তার ভাই ফারুক হোসেন তাহাদের নিকট থাকা দেশিয় ধারালো অস্ত্র দ্বারা হত্যার উদ্দেশ্যে শরিফুল ইসলাম এর মাথায় আঘাত করে। শরিফুল ইসলাম মাথায় রক্তাক্ত গুরুত্বর কাটা জখম প্রাপ্ত হয়ে মাটিতে লুটিয়ে পরলে রাজিব দুলাল শেখ বাধা প্রদান করার জন্য এগিয়ে আসলে ইউসুফ আলী পিছন থেকে অপর একটি দেশিয় ধারালো অস্ত্র দ্বারা হত্যার উদ্দেশ্যে রাজিব দুলাল শেখ এর মাথায় আঘাত করে। দুইজনই মাথায় গুরুত্ব রক্তাক্ত কাটা জখম প্রাপ্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পরলে প্রচন্ড মারধোর করে এবং প্রাণনাশের হুমকি প্রদান করে। পরবর্তীতে এলাকাবাসী এগিয়ে বাধা প্রদান করে এবং শরিফুল ইসলাম ও রাজিব দুলাল শেখ কে চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ০৮ নং ওয়ার্ডে ভর্তি করেন।
শেখ পাড়া গ্রামের মোঃ ইমরান আলী জনান ভূমিদস্যু মোকাররমালী ও তার ছোট ভাই ফারুক হোসেন দীর্ঘদিন থেকে সুদের কারবার করে আসছেন, সেই সুবাদে তিনি অনেক মানুষকে হেনস্থা করেন, অসহায় মানুষদের ওপর সুদের টাকার জন্য নির্মমভাবে অত্যাচার করেন,।
এ বিষয়ে পবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল আলম এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান বিষয়টি আমি শুনেছি তদন্ত শেষে প্রয়োজনের ব্যবস্থা গ্রহণ করা হবে।