কবি :-পার্বতী শর্মা
পথের ধারে দীঘির পারে আছে তালগাছ সারি সারি, সামনে আছে ফুলের বাগান তার সাথে আমার বাড়ি। চার পাশে সবুজ ফসলে স্বর্ণ ঝলকে আমাদের গ্রাম।আমাদের গ্রাম দেখে মনে হয় এটাই স্বর্ণধাম।
পুকুর ভরে ফুটে আছে পদ্ম ফুলে ভরা,প্রাকৃতিক এ দৃশ্য দেখে কেটে যায় যে বেলা। কত আছে আম কাঁঠাল গাছ চার পাশে জুরে,চাঁদের ঐ সোনালি আলো পরছে রং ছড়িয়ে ঝরে।
হাঁসেরা সব খেলা করে স্বচ্ছ দিঘির জল,অনেক আছে গুণিজন লোকজনে বলে।আমাদেরকে গ্রাম সব রকম ফুল ফল দিয়ে ঘেরা, কয়েক টি গ্রামের চেয়ে উন্নয়নে সেরা।
পাশে আছে হাটবাজার আরো আছে নদী, সেই নদীতে জেলেরা মাছ ধরে নিরবধি। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে একই সাথে সবার বাস।দেখতে লাগে অনেক ভালো যখন মাঠে করে চাষ।
শিক্ষা দীক্ষায় ও সাংস্কৃতিতে রয়েছে অনেক সুনাম, চারদিকে তাই তো শুনি আমাদের গ্রামের গুনগান।