মোহাম্মদপুরে বাবুখালী নদীতে অবাধে চলছে ইলিশ শিকার
মাগুরা প্রতিনিধি:
মাগুরা জেলার মোহাম্মদপুর উপজেলার বাবুখালী নদীতে চলছে অবৈধভাবে ইলিশ মাছ শিকার। সরকার ঘোষিত নিষেধাজ্ঞা অমান্য করে প্রতিদিনই নদীতে বিভিন্ন স্থানে জেলেরা অবাধে জাল ফেলছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাতের অন্ধকারে ও ভোরের আলো ফোটার আগেই কিছু অসাধু জেলে দলবদ্ধভাবে নদীতে নেমে পড়ে। তারা অবৈধ সূক্ষ্ম জাল ব্যবহার করে ইলিশসহ অন্যান্য ছোট মাছও ধরে ফেলছে, ফলে নদীর প্রাকৃতিক মৎস্যসম্পদ ধ্বংসের আশঙ্কা দেখা দিয়েছে।
এদিকে, উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগের তেমন কোনো কার্যকর অভিযান না থাকায় এ অবৈধ শিকার কার্যক্রম দিন দিন বেড়েই চলেছে। সচেতন মহল বলছে, দ্রুত অভিযান জোরদার করে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নিলে ইলিশের প্রজনন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে।