লালমনিহাট জেলায় আগামী ২০ অক্টোবর হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব দীপাবলি উদযাপন কে ঘিরে উত্তর অঞ্চলে কুমার পাড়ায় গুলোতে এখন ব্যস্ততার আমেজ মুখর। মাটির প্রদীপ ভরে গেছে কুমারদের কর্মশালা। রংপুর অঞ্চলে ৫ জেলায় লালমনিরহাট রংপুর গাইবান্ধা নীলফামারী কুড়িগ্রাম প্রায় 3000 পরিবার দিনরাত পরিশ্রম করে তৈরি করছে হাজার হাজার ছোট মাটির প্রদীপ স্থানীয়ভাবে সেগুলো দিয়ার নামে পরিচিত তাদের প্রত্যাশা এ মৌসুমে ভালো আয় হবে।
লালমনিরহাটের আদিতমারী উপজেলার কুমারপাড়া গ্রামে বিষ্ণু চন্দ্র পাল (৪৫) বলেন, তারা তিন ধরনের প্রদীপ তৈরি করেন। ছোট মাঝারি ও বড় প্রথমে কাদামাটি দিয়ে প্রদীপ তৈরি করে রোদে শুকায়ে পরে চুল্লিতে পুড়িয়ে নেই। এখন ১০০ টি প্রদীপ তৈরি করতে ৩০ থেকে ৭০ টাকা খরচ হয়। মাটি ও কাঠের দাম বেড়ে গেছে তাই প্রদীপের দাম ও বেড়েছে। তিনি বলেন আমি ইতিমধ্যে পঞ্চাশ হাজার প্রদীপ তৈরি করছি স্থানীয় বাজারে বিক্রিও শুরু হয়েছে। আমাদের গ্রামে ৩৫ টি কুমার পরিবার এবার ভালো আয়ের আশা করছে।
কুড়িগ্রামের রাজারহাট উপজেলার পালপাড়া গ্রামের প্রবীণ কুমার সুরেন্দ্রনাথ পাল ৭০ চুল্লির পাশে ব্যস্ত ভাবে কাজ করেছিলেন। তিনি বলেন, একসঙ্গে তিন থেকে পাঁচ হাজার প্রদীপ পোড়ানো যায়। ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত আগুন জলে আর আগুন নিভে যাওয়ার ১২ ঘন্টা পর প্রদীপগুলো বের করি। এবার আমাদের পরিবার ৭৫ হাজার প্রদীপ তৈরি করছে কুড়িগ্রামের ফলবাড়ি উপজেলা পালপাড়া গ্রামে।
লালমনিরহাটের মোগলহাট কুমার পাড়ার দীনবন্ধু বলেন গতবারের চেয়ে এবারে মাটির দিয়ারের চাহিদা বেশি হলেও লাভের সংখ্যা কি হবে বলা যাচ্ছে না ।