মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয় (মডেল স্কুল)-এর প্রধান শিক্ষক ছাত্রদের বিক্ষোভের মুখে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। জানা গেছে গত ২৭ অক্টোবর, সকালে স্কুলের অ্যাসেম্বলি চলাকালে জামাত সমর্থিত এমপি প্রার্থীদের পরিচয় ও প্রতিক চেনানোর জন্য শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। আজ ৩রা নভেম্বর বিদ্যালয় প্রাঙ্গনে ক্লাস বর্জন করে বিক্ষোভ করে অত্র প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের অভিযোগ, তাদের রাজনৈতিক কাজে ব্যবহার করা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠানে এসেম্বলি চলাকালে রাজনৈতিক প্রচারণা এটা ঠিক হয়নি এবং শিক্ষকের আচরণ অনুচিত ছিল। বিক্ষোভে অংশ নেওয়া ছাত্ররা প্রধান শিক্ষককে পদত্যাগের দাবি জানায়।
প্রধান শিক্ষক শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “তোমরা ক্লাসে ফিরে লেখাপড়া শুরু করো, তোমরা চাইলে প্রয়োজনে আমি পদত্যাগ করব।” প্রধান শিক্ষকের বক্তব্যের পরেই শিক্ষার্থীরা ক্লাসে ফিরে যাই।
এ বিষয়ে শিক্ষার্থীরা জেলা প্রশাসক এবং জেলা শিক্ষা অফিস বরাবর একটি স্মারকলিপি প্রদান করেছে।