মহম্মদপুরে বিএনপি কার্যালয়ের শুভ উদ্বোধন করলেন সাবেক মন্ত্রী এ্যাড. নিতাই রায় চৌধুরী
মাগুরার মহম্মদপুর উপজেলা সদরের ডাকবাংলো রোডে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র দলীয় পার্টি অফিসের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
নবনির্মিত এই পার্টি অফিসের উদ্বোধন করেন মাগুরা-২ আসনের ধানের শীষ প্রতীকের মনোনয়নপ্রাপ্ত প্রার্থী ও সাবেক মন্ত্রী এ্যাড. নিতাই রায় চৌধুরী।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ্যাড. নিতাই রায় চৌধুরী বলেন, “বিএনপি সবসময় জনগণের পাশে আছে, গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য আমাদের এই সংগ্রাম অব্যাহত থাকবে।”
এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সদস্য অধ্যক্ষ (অব.) মোহাঃ মতিউর রহমান, উপজেলা বিএনপি’র আহ্বায়ক অধ্যক্ষ মোঃ মৈমুর আলী মৃধা, জেলা বিএনপি’র যুগ্ম-আহ্বায়ক এ্যাড. রোকনুজ্জামান খাঁন, বিএনপি নেতা মোঃ আকতারুজ্জামান বিল্লাহ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ আরিফুজ্জামান মিল্টন, সহ বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়, এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়।