ফরিদপুরে আ.লীগ নেতা ফারুক হোসেন গ্রেফতার
জেলা প্রতিনিধি মোঃ টোকন শেখ
ফরিদপুর শহরের ঝিলটুলী এলাকার নূরজাহান টাওয়ারের নিজস্ব ফ্ল্যাট থেকে গ্রেফতার হয়েছেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি দাবিদার ও যুবলীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য মোঃ ফারুক হোসেন ।
পুলিশ জানায়, আত্মগোপনে থাকা ফারুক সম্প্রতি নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যক্রমে সম্পৃক্ত ছিলেন এবং ১৩ নভেম্বরের ‘লকডাউন’ সফল করতে ফেসবুকে প্রচারণা চালান। সূত্রে জানা গেছে, এক নারী সঙ্গীর সঙ্গে ফ্ল্যাটে অবস্থানকালে তথ্য ফাঁসের সূত্র ধরেই তাকে গ্রেফতার করা হয়।
মঙ্গলবার সকাল ১১টায় পুলিশ সুপার মোঃ আব্দুল জলিল, পিপিএম, সংবাদ সম্মেলনে ফারুক হোসেনের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।