লালমনিরহাট জেলা পুলিশ লাইন্স মাঠে অফিসার ও ফোর্সদের সমন্বয়ে মাস্টার প্যারেড অনুষ্ঠিত – magurarkotha.com

লালমনিরহাট জেলা পুলিশ লাইন্স মাঠে অফিসার ও ফোর্সদের সমন্বয়ে মাস্টার প্যারেড অনুষ্ঠিত

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: নভেম্বর ১২, ২০২৫

লালমনিরহাট জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয় ১২/১১-২০২৫ তারিখ লালমনিরহাট জেলা পুলিশ লাইন মাঠে অফিসের ও ফোর্সের সমন্বয়ে মাষ্টার প্যারেড অনুষ্ঠিত হয় সকাল ৮ঃ০০ ঘটিকায়।

প্যারাডে কুচকাওয়াজ অভিবাদন গ্রহণ ও প্যারেড পরিদর্শন করেন জনাব মোঃ তরিকুল ইসলাম পুলিশ সুপার লালমনিরহাট।

প্যারাডে অধিনায়ক জনাব এ কে এম ফজলুল হক, অতিরিক্ত পুলিশ সুপার ,এ সার্কেল, লালমনিরহাট।
এবং সহ -অধিনায়ক জনাব মোঃ শফিকুল ইসলাম, পুলিশ পরিদর্শক (আর আই) , পুলিশ লাইন্স।,
লালমনিরহাট এর নেতৃত্বে জেলার অফিসার ও ফোর্সের সমন্বয়ের গঠিত (৫) টি কন্টিনজেন্ট ও ব্যান্ড দলের নয়নাভিরাম প্যারেড পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন পুলিশ সুপার লালমনিরহাট।
পরিদর্শন কালে মাঠ পর্যায়ে প্যারেড দক্ষতা মূল্যায়ন করেন এবং চৌকস পুলিশ সদস্যদের পুরস্কৃত করেন। সেই সাথে সুশৃঙ্খলা ভাবে পেশাগত দায়িত্ব যথাযথভাবে পালনের নির্দেশ প্রদান করেন।
দায়িত্ব পালনকালে পুলিশ সদস্যদের জনগণের সাথে সুসম্পর্ক বজায় রাখার নির্দেশ প্রদান করেন।

এছাড়া উক্ত প্যারেডে উপস্থিত ছিলেন জনাব মোঃ শাহাদত হোসেন সুমা, বিপিএম-(বার) , অতিরিক্ত পুলিশ সুপার ( প্রশাসন ও অর্থ) লালমনিরহাট,
জনাব জয়ন্ত কুমার সেন সহকারী, পুলিশ সুপার, বি- সার্কেল ।

লালমনিরহাট সহ সকল থানার অফিসার ( ইনচার্জ )সকল ফাঁড়ি ( ইনচার্জ ) ও লালমনিরহাট জেলা পুলিশের অন্য অন্য কর্মকর্তা কর্মচারী বৃন্দ ।

error: Content is protected !!