আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে রাজশাহীর মোহনপুর উপজেলার ধুরইল ইউনিয়নের ৫নং ওয়ার্ডে বিএনপির কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর ২০২৫) বিকেলে ইউনিয়নের ধুরইল রিফুজীপাড়া মোড়ে আয়োজিত এ সভায় নেতাকর্মীরা আগামী নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার শপথ নেন।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহনপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ মাহাবুব অর রশিদ।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক অধ্যাপক কাজিম উদ্দিন, জাতীয়তাবাদী শ্রমিকদলের সদস্য সচিব মোঃ আব্দুল করিম মন্ডল, ধুরইল ইউনিয়ন বিএনপি সভাপতি মোঃ ইলিয়াস হোসেন, সাবেক সভাপতি হারেছ মোল্লা, সাধারণ সম্পাদক মোঃ মুখলেছুর রহমান ও ইউনিয়ন প্যানেল চেয়ারম্যান জাহাঙ্গীর আলম।
এছাড়া সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের সভাপতি আব্দুর রাজ্জাক, যুগ্ম আহ্বায়ক আরিফ, মোহাম্মদ ও ইয়ামিন, যুবদল নেতা শহিদুল ইসলাম, তুহিনুল ইসলাম চনচল, স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহ্বায়ক মাহফুজ আলম শিমুল, যুব নেতা নাহিদ পারভেজ হিমু এবং ইউনিয়ন ছাত্রদল সভাপতি ইসমাইল হোসেন মধু।
সভায় সভাপতিত্ব করেন ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ ইদল মন্ডল।
“আসন্ন জাতীয় নির্বাচন হবে গণতন্ত্র পুনরুদ্ধারের শেষ লড়াই। রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী, জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শফিকুল হক মিলনকে বিজয়ী করে ধানের শীষের পতাকা উড়াতে হবে।”
তাঁরা তৃণমূলের সকল নেতাকর্মীকে সংগঠিত থেকে মাঠে সক্রিয় থাকার আহ্বান জানান এবং ভোটারদের সাথে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।