রাজশাহীর বাঘায় এলজিইডি পরিচালিত নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প (IUGIP) এর আওতায় পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে রাস্তা ও ড্রেন নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৮ নভেম্বর) বিকাল ৪টায় বাঘা পৌরসভার আয়োজনে শাহী মসজিদ প্রাঙ্গণের তেতুলতলায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক শাম্মী আক্তার। আরও উপস্থিত ছিলেন বাঘা থানার অফিসার ইনচার্জ আ.ফ.ম আসাদুজ্জামান, বাঘা পৌরসভা ইঞ্জিনিয়ার মোঃ মতাজুল ইসলাম, পৌর ইঞ্জিনিয়ার মোঃ মুকুল হোসেন, বাঘা উপজেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যাপক জাহাঙ্গীর হোসেন, বিশিষ্ট সমাজসেবক মোঃ আব্দুর রহমান (এছা),উপজেলা বিএনপি নেতা সাইফুল ইসলাম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক তফিকুল ইসলাম তফি, প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
পৌর প্রশাসক শাম্মী আক্তার বলেন, “বাঘা পৌরসভাকে একটি আধুনিক ও নাগরিকবান্ধব শহরে রূপান্তর করতে অবকাঠামোগত উন্নয়ন ধারাবাহিকভাবে চলছে। এ প্রকল্প বাস্তবায়ন হলে দীর্ঘদিনের ভোগান্তি দূর হবে এবং যোগাযোগব্যবস্থায় আসবে গতিশীলতা।”
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) বাস্তবায়িত নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের (IUGIP) আওতায় বাঘা পৌরসভায় ৪২৯০ মিটার সড়ক উন্নয়ন, ১৬২ মিটার প্রটেকশন ওয়ার্ক (প্যালিসেডিং), ৭০০ মিটার আরসিসি ড্রেন নির্মাণ এবং ১০টি স্ট্রিট লাইট স্থাপন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।