নার্গিস আক্তার স্মৃতিঃ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬১তম জন্মদিন ও দীর্ঘায়ু কামনায় উত্তরা ১১ নম্বর সেক্টর ওয়েলফেয়ার সোসাইটি মাঠ প্রাঙ্গণে নারী উদ্যোক্তাদের মাঝে ৬১টি সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। বুধবার বিকালে মোহাম্মদ ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয় নেতাকর্মীসহ বিপুল সংখ্যক নারী উদ্যোক্তা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ঢাকা-১৮ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ আফাজ উদ্দিন।
বক্তব্যে তিনি বলেন, “বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উপস্থিতিতে উত্তরা এলাকায় ৫ হাজার মানুষের মাঝে বস্ত্র বিতরণ করেছি। গত রমজান মাসে ৮টি স্থানে উত্তরায় মাসব্যাপি ইফতার বিতরন,এছাড়াও বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচি অংশ হিসাবে উত্তরায় ৪ কিলোমিটার খাল পরিষ্কার,খালের দুই পাশে বনায়ন, পার্ক নির্মাণসহ স্থানীয় এলাকাবাসীর কল্যাণে বেশ কয়েকটি বড় কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়েছে। মোহাম্মদ ফাউন্ডেশনের এ ধরনের মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—
উত্তর ও পশ্চিম থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক সোলায়মান হোসেন, আলমগীর হোসেন শিশির, মোহাম্মদ আলী, আওলাদ হোসেন, আনোয়ার হোসেন অনিক; তুরাগ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক চাঁনমিয়া বেপারি; ৫১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আলফাজ হোসেন, সাধারণ সম্পাদক মাসুদ সরকার; সাবেক ছাত্রনেতা রিয়াদ সরকার হীরা; উত্তরখান থানা যুবদলের সাবেক নেতা মোবারক হোসেন; উত্তরা পশ্চিম থানা বিএনপির আহ্বায়ক সদস্য মীর হোসেন মুসা; বিএনপি নেত্রী পারভিন বেগম আনুষা আনু; উত্তরখান বিএনপি নেত্রী সাদিয়া আপনী রূপা সহ বিএনপির সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠান শেষে তারেক রহমানের জন্মদিন উপলক্ষে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পরে উপস্থিত নারীদের মাঝে বিনামূল্যে ৬১টি সেলাই মেশিন বিতরণ করা হয়।