মাগুরায় প্রণোদনা কর্মসূচির আওতায় বীজ ও কৃষি উপকরণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন:
২৭ নভেম্বর ২০২৫ তারিখে শালিখা উপজেলার উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত ২০২৫-২৬ অর্থবছরে রবি মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় উফশী ও হাইব্রিড বোরো ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও কৃষি উপকরণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক, মাগুরা জনাব মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার, শালিখা জনাব মোঃ বনি আমিন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি মাগুরা এর উপ-পরিচালক জনাব মোঃ তাজুল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন যে, বর্তমান সরকার কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের জন্য বিভিন্ন প্রণোদনা কার্যক্রম গ্রহণ করেছে। বিনামূল্যে বীজ ও উপকরণ বিতরণের মাধ্যমে কৃষকের উৎপাদন ব্যয় কমবে এবং বোরো মৌসুমে অধিক ফলন অর্জন সম্ভব হবে।
বিশেষ অতিথি আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহার এবং প্রদত্ত বীজ ও সার সঠিকভাবে কাজে লাগানোর জন্য কৃষকদের প্রতি আহ্বান জানান।