বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য ও দীর্ঘায়ু কামনায় রাজশাহীর বাঘা উপজেলায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সারাদেশে যখন গুরুতর অসুস্থ বেগম জিয়াকে নিয়ে দলের নেতাকর্মী ও দেশবাসীর মধ্যে উদ্বেগ বিরাজ করছে, ঠিক তখনই তার সুস্থতা কামনায় এই বিশেষ মোনাজাতের আয়োজন করে রাজশাহী জেলা যুবদল।
সোমবার (০১ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার আড়ানী ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে বক্তারা বলেন, দেশের এই সংকটময় মুহূর্তে আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা জাতির জন্য অত্যন্ত জরুরি। তারা দেশনেত্রীর আশু রোগমুক্তি ও সুস্বাস্থ্য কামনা করে মহান আল্লাহর দরবারে বিশেষ মোনাজাত করেন। তারা আশা প্রকাশ করেন, কোটি কোটি মানুষের প্রত্যাশা অনুযায়ী তিনি দ্রুত সুস্থ হয়ে জনগণের মাঝে ফিরে আসবেন।
বর্তমানে বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ অবস্থায় ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন। মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের দ্বারা তার চিকিৎসা চলছে। তার শারীরিক অবস্থা এখনও পুরোপুরি স্থিতিশীল নয় এবং সারাদেশের ন্যায় রাজশাহীর নেতাকর্মীদের মধ্যেও এই নিয়ে উৎকণ্ঠা বিরাজ করছে।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা যুবদল: আহ্বায়ক মাসুদুর রহমান স্বজন, যুগ্ম আহবায়ক মিলন প্রাং, তরিকুল হাসান রাজন, ফারুক রায়হান, সদস্য ফজলুর রহমান মুক্তা ও আশাদুজ্জামান রাজন।
আড়ানী ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি রফিকুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক কুদরত আলী (মেম্বর)।বাউসা ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি- এনামুল হক, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম।
অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে ছিলেন পুঠিয়া উপজেলার দেলোয়ার আলামিন, দূর্গাপুরের জাহাঙ্গীর হোসেন জেমস, বাঘা পৌর যুবদলের যুগ্ম আহবায়ক তুর্য ও যুব নেতা তানভীর ফয়সাল, শাহবাজ আলী, জাহাঙ্গীর আলম, আড়ানী পৌর যুবদল নেতা জয়নাল আবেদীন ও বেলাল উদ্দিন, এবং উপজেলা ছাত্রদল সদস্য সচিব-পলাশ সরকার প্রমুখ।