খুলনার ডুমুরিয়ায় মাদক ও ডিজিটাল আসক্তিমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে শিক্ষার্থী ও সুশীল সমাজের ভূমিকা শীর্ষক আলোচনা সভা অনুষ্টিত হয়েছে।
সোমবার ০৮ ডিসেম্বর বেলা দুপুরে ডুমুরিয়া কলেজ অডিটোরিয়ামে,খুলনা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে, বীর মুক্তিযোদ্ধা মোবারক আলী ফাউন্ডেশন ও ডুমুরিয় কলেজের
সহযোগিতায়,এ আলোচনা সভা অনুষ্টিত হয়।
ডুমুরিয়া কলেজের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ ফেরদৌস খান’র সভাপতিত্বে ও বীর মুক্তিযোদ্ধা মোবারক আলী ফাউন্ডেশন’র প্রধান উপদেষ্টা এ্যাডভোকেট শেখ অলিউল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার হুসাইন শওকত।
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা পিবিআই পুলিশ সুপার রেশমা শারমিন, খুলনা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অঞ্চলিক কেন্দ্রের পরিচালক প্রফেসর ড. মোঃ শাহ আলম।
প্রধান আলোচক ছিলেন খুলনা বিভাগীয়
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক আহসানুর রহমান।
বিশেষ অতিথি ছিলেন জাতীয় মানবাধিকার সংস্থার সভাপতি এ্যাডভোকেট মোঃ মোস্তফা বিলাল,বীর মুক্তিযোদ্ধা মোবারক আলী ফাউন্ডেশন’র চেয়ারম্যান রাকিবুজ্জামান সরদারসহ কলেজ শিক্ষক শিক্ষার্থীসহ এলাকার সচেতন নাগরিক বৃন্দ।।