
বেগম রোকয়া দিবস ২০২৫ এ “অদম্য নারী পুরস্কার”- সফল জননীর সম্মাননা পেলেন সিমাখালী করিমুন নেছা
শালিখা প্রতিনিধিঃ
আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকয়া দিবস ২০২৫ উদযাপন উপলক্ষ্যে আয়োজিত “অদম্য নারী পুরস্কার” কার্যক্রমের আওতায় সমাজে নারীর উন্নয়ন, পরিবার পরিচালনা, সন্তান শিক্ষায় অবদান এবং সমাজ পরিবর্তনে অনুকরণীয় ভূমিকা রাখার স্বীকৃতি হিসেবে সফল জননী সম্মাননা লাভ করেছেন মোছাঃ করিমুন নেছা বেগম।
সমাজ উন্নয়ন, মানবিক মূল্যবোধ এবং দায়িত্বশীল সন্তান গড়ে তুলতে মোছাঃ করিমুন নেছা বেগম দীর্ঘদিন ধরে মাতা ও নারী হিসেবে অনন্য ভূমিকা পালন করছেন। পরিবারের পাশাপাশি সমাজের অসহায় নারীদের পাশে দাঁড়িয়ে তিনি নারী অধিকার, নিরাপত্তা এবং শিক্ষার প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তার ধারাবাহিক পরিশ্রম, সংগ্রাম এবং দায়িত্বশীল মাতৃত্ব ভবিষ্যৎ প্রজন্মকে মানবিক ও শিক্ষিত সমাজ গঠনে অবদান রাখছে।
অনুষ্ঠানে অতিথিবৃন্দরা বলেন, “করিমুন নেছা বেগম শুধুমাত্র একজন সফল জননীই নন, তিনি সমাজের প্রতিটি নারীর অনুপ্রেরণা। তার মত নারীরাই এগিয়ে দিলে সমাজ ও দেশ আরও উন্নত হবে।”
“অদম্য নারী পুরস্কার” প্রাপ্তিতে করিমুন নেছা বেগম সংবাদ মাধ্যমকে বলেন, “এই সম্মাননা শুধু আমার নয়, দেশের প্রতিটি সংগ্রামী নারীর। নারীর প্রতি সহিংসতা বন্ধে আমাদের সবাইকে সচেতন হতে হবে এবং নারীকে সম্মান দিতে হবে।
মহিলা বিষয়ক অধিদপ্তর, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় উপজেলা প্রশাসন শালিখা, মাগুরা কর্তৃক আয়োজিত
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা, নারী নেত্রী, সামাজিক সংগঠনের প্রতিনিধি, সাংবাদিকবৃন্দসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।
নারী নির্যাতন প্রতিরোধ, শিক্ষায় নারীর অগ্রগতি, অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে এই ধরনের উদ্যোগ ভবিষ্যতে নারীর ক্ষমতায়নকে আরও জোরদার করবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।
Reporter Name 



















