মহান বিজয় দিবস ২০২৫ উপলক্ষে যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে রাজশাহীর বাঘা উপজেলায় তিন দিনব্যাপী বিজয় মেলার শুভ উদ্বোধন করা হয়েছে।
সোমবার (১৫ ডিসেম্বর) সকাল ১০টা ৩০ মিনিটে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে মেলার উদ্বোধন করেন বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী আক্তার।
উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা মহান মুক্তিযুদ্ধের ইতিহাস, শহীদদের আত্মত্যাগ এবং বিজয়ের চেতনাকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় উপস্থিত ছিলেন বাঘা উপজেলা ভূমি কর্মকর্তা সাবিহা সুলতানা ডলি, উপজেলা কৃষি কর্মকর্তা শফিউল্লাহ সুলতান জনি, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আমিনুল ইসলাম, পল্লী উন্নয়ন কর্মসংস্থার কর্মকর্তা মাহমুদুল ইসলাম , উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাসুদ রানা, উপজেলা মৎস্য কর্মকর্তা তহুরা হকসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।
এছাড়াও বাঘা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক শফিউর রহমান শফিসহ বীর মুক্তিযোদ্ধারা অনুষ্ঠানে উপস্থিত থেকে মুক্তিযুদ্ধ ও বিজয়ের স্মৃতিচারণ করেন।
তিন দিনব্যাপী এ বিজয় মেলায় মুক্তিযুদ্ধভিত্তিক প্রদর্শনী, দেশীয় পণ্য ও হস্তশিল্পের স্টল, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজন রাখা হয়েছে। আয়োজকদের প্রত্যাশা, এই বিজয় মেলা নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং বিজয়ের চেতনাকে আরও সুদৃঢ় করবে।