রাজশাহীর তানোর প্রেসক্লাবের নির্বাহী সদস্য ও জাতীয় দৈনিক আমার দেশ পত্রিকার তানোর উপজেলা প্রতিনিধি সাংবাদিক মামুনুর রশীদ মামুন (৪০) আর নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বুধবার (১৭ ডিসেম্বর) ভোর রাতে নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দীর্ঘদিন ধরে তিনি ডায়াবেটিসসহ নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
সাংবাদিক মামুন তানোর পৌর এলাকার বেলপুকুরিয়া গ্রামের মৃত এবাদুল্লাহ মুহরির ছেলে। তিনি ছয় ভাইয়ের মধ্যে চতুর্থ। মৃত্যুকালে তিনি স্ত্রী ও এক কন্যাসন্তান রেখে গেছেন। তার কন্যা বর্তমানে রাজশাহীর একটি কলেজে অধ্যয়নরত।
হঠাৎ তার মৃত্যুতে তানোরের সাংবাদিক সমাজে নেমে এসেছে শোকের ছায়া। সহকর্মী ও শুভানুধ্যায়ীরা তাকে একজন সাহসী, নিষ্ঠাবান ও সমাজসচেতন সাংবাদিক হিসেবে স্মরণ করছেন।
সাংবাদিক মামুনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে তানোর মডেল প্রেসক্লাবের সভাপতি আব্দুস সবুর বলেন,
“সাংবাদিক মামুনের চলে যাওয়া তানোরের সাংবাদিক সমাজের জন্য অপূরণীয় ক্ষতি। তিনি ছিলেন সাহসী ও দায়িত্বশীল একজন সংবাদকর্মী। সমাজের উন্নয়নে তার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। মহান আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন।”
এদিকে সাংবাদিক মামুনের মৃত্যুতে বিভিন্ন সাংবাদিক সংগঠন, সামাজিক ও রাজনৈতিক মহল গভীর শোক প্রকাশ করেছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে।