মোহনপুরে জমি দখলের অভিযোগ, নারীসহ পরিবারের ওপর হামলা ও হুমকির দাবি – magurarkotha.com
সম্পাদক:আশিষ কুমার সাহা,বার্তা সম্পাদক:জাহিদুল ইসলাম।

মোহনপুরে জমি দখলের অভিযোগ, নারীসহ পরিবারের ওপর হামলা ও হুমকির দাবি

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: জানুয়ারি ১০, ২০২৬

রাজশাহীর মোহনপুর উপজেলায় দীর্ঘদিন ধরে চলমান জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এক পরিবারের ওপর হামলা, মারধর, গালিগালাজ ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।
অভিযোগকারী মোছা. চাঁপা বিবি (৪৫), স্বামী মৃত জাব্বার আলম সাইফ, পাথালিয়া ইউনিয়নের বাসিন্দা। অভিযোগে তিনি উল্লেখ করেন, একই এলাকার মিল্লাত হোসেন সহ কয়েকজন ব্যক্তি পূর্বশত্রুতার জেরে তাদের পৈতৃক জমি জোরপূর্বক দখলের চেষ্টা করে আসছে।
অভিযোগ অনুযায়ী, গত ৮ জানুয়ারি ২০২৬ তারিখ দুপুর আনুমানিক ১২টার দিকে জমিতে মাপঝোক করতে গেলে অভিযুক্তরা বাধা দেয়। একপর্যায়ে তারা অশ্লীল ভাষায় গালিগালাজ করে এবং নারীসহ পরিবারের সদস্যদের ওপর লাঠিসোঁটা দিয়ে মারধর করে। এতে চাঁপা বিবিসহ কয়েকজন আহত হন বলে অভিযোগে উল্লেখ করা হয়।
ভুক্তভোগীর দাবি, স্থানীয় লোকজন এগিয়ে এলে তারা প্রাণে রক্ষা পান। তবে অভিযুক্তরা ভবিষ্যতে আবারও মারধর ও প্রাণনাশের হুমকি দেয়। অভিযোগে আরও বলা হয়, জমিটি নিয়ে বেশ কয়েকবার সমাধানের জন্য বসা হলেউ সমাধান হয়নি, প্রতিপক্ষ জোরপূর্বক দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং জমির কাগজপত্র দেখাতে ব্যর্থ হচ্ছে।
এ ঘটনায় মোহনপুর থানার অফিসার ইনচার্জ বরাবর লিখিত অভিযোগ দাখিল করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন অভিযোগকারী।
এ বিষয়ে এরই মধ্যে স্থানীয়ভাবে আলোচনা সৃষ্টি হয়েছে।
মোহনপুর ডিউটি অফিসার আসাদুল বলেন অভিযোগ হয়েছে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

error: Content is protected !!