সকালের সময় বর্ষপূতি পারফরম্যান্স অ্যাওয়ার্ড পেলেন সাংবাদিক আলমগীর হোসেন – magurarkotha.com

সকালের সময় বর্ষপূতি পারফরম্যান্স অ্যাওয়ার্ড পেলেন সাংবাদিক আলমগীর হোসেন

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: জানুয়ারি ১৩, ২০২৬

লক্ষ্মীপুরের সাংবাদিক মোহাম্মদ আলমগীর হোসেন দৈনিক সকালের সময় পত্রিকার এক দশক পূর্তিতে এবারও বর্ষসেরা প্রতিনিধি হিসেবে পারফরমেন্স অ্যাওয়ার্ড নির্বাচিত হয়েছেন। শনিবার ( ১০ জানুয়ারী ২০২৬) ইং কাকরাইল ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে এ পারফরমেন্স অ্যাওয়ার্ড

তুলে দেন দৈনিক সকালের সময় পত্রিকার সম্পাদক ও প্রকাশক নুর হাকিম।

সকালের সময় পত্রিকার কর্মরত সাংবাদিকদের মধ্যে তিনি ২০১৭ – ২০২৬ সাল পযর্ন্ত সুনামের সহিত বস্তু নিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সকালের সময় কাজ করে আসছেন। ২০২৫ সালের সেরা প্রতিনিধির স্থান লাভ করেছেন। তারা নানা কল্যাণমূখী সংবাদের কারণে কর্তৃপক্ষ তাকে এই পুরষ্কারে ভূষিত করেছেন।

গত ১০ জানুয়ারি ঢাকায় ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে দৈনিক সকালের সময় পত্রিকার এক দশক পূর্তি অনুষ্ঠানে কর্তৃপক্ষ এই ঘোষণা দেন। পাশাপাশি তার হাতে পুরষ্কার তুলে দেন। পুরষ্কার পাওয়ার পর সাংবাদিক আলমগীর হোসেন তার প্রতিক্রিয়ায় বলেন, এটা সম্ভব হয়েছে সৎ ও নিষ্ঠারর সাথে কঠোর পরিশ্রম করে যাওয়ায়। ইতিপূর্বে ২০২৪, ২০২৩ সালেও তিনি বর্ষসেরা প্রতিনিধি নির্বাচিত হন। কর্তৃপক্ষ তাকে পুরষ্কৃত করেন।

উল্লেখ্য, সাংবাদিক আলমগীর হোসেন লক্ষ্মীপুর জেলা সদরের পৌরসভার ৭ নং ওয়ার্ড সমসেরাবাদ গ্রামের আমিন উল্যার বেপারী বাড়ির মমিন উল্যার মেজে পুত্র। তিনি ২০১৩ সালের ১জানুয়ারি থেকে সংবাদপত্রে কর্মজীবন শুরু করেন। প্রথমে দুই বছর লক্ষ্মীপুর থেকে প্রকাশিত দৈনিক মানব কল্যাণ পত্রিকার বিশেষ প্রতিনিধি হিসেবে কাজ করেন। এরপর ২০১৫ সালে জাতীয় দৈনিক সন্ধ্যাবাণী জেলা প্রতিনিধি হিসেবে দীর্ঘ ৩ বছর কাজ করেন। এর পর ২০১৬ সালে অর্থনৈতিক কাগজে যোগদান করেন, ২০১৭ থেকে ২০২১ সাল পযর্ন্ত আমাদের নতুন সময় জেলা প্রতিনিধি হেসেবে কাজ করেন।আলোকিত বাংলাদেশে ৩ বছর কাজ করেন, মুসলিম টাইমসে ৪ বছর, ২০২৫ থেকে কান্টি টুডে কাজ করে আসছেন তিনি। লক্ষ্মীপুর জজ কোর্টে শিক্ষা নবিশ আইনজীবী হিসেবে কাজ করেন।

এছাড়াও তিনি ২০১৭-২০১৮ সালে প্রেসক্লাবের সহযোগী সদস্য ২০১৯ সালে সদস্য হন। এছাড়া ও সামাজিক আন্দোলন সচেতন নাগরিক কমিটির সনাক লক্ষ্মীপুর জেলা শাখার পরিবেশ এসিজি সদস্য হয়ে কাজ করেন তিনি ।

error: Content is protected !!