
ঈশ্বর চাইলে আগামী ১৩ তারিখে বিএনপি সরকার গঠন করবে: নিতাই রায় চৌধুরী
বিশেষ প্রতিনিধি আশিষ কুমার সাহা
ঈশ্বর যদি চান, আগামী ১৩ তারিখে বিএনপি সরকার গঠন করবে—এমন প্রত্যাশার কথা জানিয়েছেন মাগুরা-২ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী।
শনিবার মাগুরা জেলার মোহাম্মদপুর উপজেলার বিনোদপুর ইউনিয়নে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, বিএনপি ক্ষমতায় গেলে দেশের সাধারণ মানুষ শান্তিতে বসবাস করতে পারবে এবং গণতন্ত্র পুনরুদ্ধার হবে।
অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী আরও বলেন, “দেশ ও জনগণের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপিকে বিজয়ী করার জন্য জনগণের প্রতি আহ্বান জানাচ্ছি।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিনোদপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের সাবেক বারবার নির্বাচিত সদস্য জনাব বাকের আলী বিশ্বাস।
এ সময় জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সভাটি শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়।
Reporter Name 


















