শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মুজিব কর্ণারের উদ্বোধন – magurarkotha.com
সম্পাদক:আশিষ কুমার সাহা,বার্তা সম্পাদক:জাহিদুল ইসলাম।

শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মুজিব কর্ণারের উদ্বোধন

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: ডিসেম্বর ১৬, ২০২০


নিজস্ব প্রতিনিধি,শ্যামনগর ঃ
মহান বিজয় দিবস”২০২০ মুজিব শত বর্ষ উপলক্ষ্যে আজ মহান বিজয় দিবসের এই দিনে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মুজিব কর্ণার, মুক্তিযোদ্ধা কর্ণার, স্বাস্থ্য শিক্ষা ডেস্ক, অভ্যর্থনা ও তথ্যসেবা কেন্দ্র শুভ উদ্বোধন করেন মাননীয় সাতক্ষীরার ৪ আসনের জাতীয় সংসদ সদস্য এস.এম জগলুল হায়দার ।
মেডিকেল অফিসার ডাঃ রীতা রাণী পালের সঞ্চালনায়, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ অজয় কুমার সাহার সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন এস.এম জগলুল হায়দার এমপি , বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন শ্যামনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান এস.এম.আতাউল হক দোলন।
এ সময় উপজেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা স্মারক প্রদান করা হয়। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধাবৃন্দ,শ্যামনগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সাইদুজ্জামান সাঈদ, মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আইয়ুব ডলি, সাংবাদিকবৃন্দ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সকল মেডিকেল অফিসার সহ কর্মকর্তা-কর্মচারী ও অন্যান্য অতিথিবৃন্দ।

error: Content is protected !!