রাহানের ব্যাটে ঘুরে দাঁড়িয়েছে ভারত – magurarkotha.com
সম্পাদক:আশিষ কুমার সাহা,বার্তা সম্পাদক:জাহিদুল ইসলাম।

রাহানের ব্যাটে ঘুরে দাঁড়িয়েছে ভারত

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: আগস্ট ২৩, ২০১৯
ঝিনুক টিভি ডেস্কঃ

ঝিনুক টিভি ডেস্কঃ
অ্যান্টিগা টেস্টে টপ অর্ডারের ব্যর্থতার পর আজিঙ্কা রাহানের ব্যাটে ঘুরে দাঁড়িয়েছে ভারত। প্রথম দিনের খেলা শেষে ৬৮.৫ ওভারে ৬ উইকেট হারিয়ে ২০৩ রান সংগ্রহ করেছে সফরকারীরা। রবীন্দ্র জাদেজা ৩ ও ঋষভ পান্ত ২০ রানে অপরাজিত আছেন।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টস হেরে ব্যাটিং করতে নেমে ২৫ রানের মধ্যে ৩ উইকেট হারায় সফরকারীরা। ওয়েস্ট ইন্ডিজের পেস আক্রমণ সামলাতে হিমশিম খেতে হয় ভারতীয় টপ অর্ডার ব্যাটসম্যানদের। পঞ্চম ওভারের দ্বিতীয় বলে উইকেটের পেছনে ক্যাচ দেন আগারওয়াল। রোচের ওভারের শেষ বলে চতেশ্বর পূজারাও একই জায়গায় ক্যাচ দিয়ে ফেরেন সাজঘরে। ১১ বল পরে অধিনায়ক বিরাট কোহলিকে ৯ রানে শামার ব্রুকসের ক্যাচ বানান গ্যাব্রিয়েল।

চতুর্থ উইকেটে জুটি বাঁধেন রাহুল ও রাহানে। দুই ডানহাতি ব্যাটসম্যানের ব্যাটে প্রথম সেশন কোনোমতে কাটিয়ে দেয় ভারত। কিন্তু দ্বিতীয় সেশনের শুরুতেই আবার উইকেট হারায় সফরকারীরা। থিতু হয়েও ৪৪ রান করে সাজঘরে ফেরেন রাহুল।

পঞ্চম উইকেটে হনুমা বিহারী ও রাহানে ৮২ রান যোগ করেন। ৩২ রানে তাকে ফিরিয়ে দেন রোচ। রাহানেও টেকেননি বেশিক্ষণ। ৮১ রানে তাকে বোল্ড করেন গ্যাব্রিয়েল। রাহানের বিদায়ের পরপরই বৃষ্টি শুরু হয়। বৃষ্টির কারণে আগেভাগেই প্রথম দিনের খেলা শেষ। হয়।

error: Content is protected !!