দেবহাটায় প্রশাসন ও সেনাবাহিনীর অভিযানে অবৈধভাবে পুশকৃত চিংড়ি মাছ আটক সহ জরিমানা আদায় – magurarkotha.com
সম্পাদক:আশিষ কুমার সাহা,বার্তা সম্পাদক:জাহিদুল ইসলাম।

দেবহাটায় প্রশাসন ও সেনাবাহিনীর অভিযানে অবৈধভাবে পুশকৃত চিংড়ি মাছ আটক সহ জরিমানা আদায়

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: জুলাই ৩০, ২০২১

দেবহাটায় ম্যাজিষ্ট্রেট ও সেনাবাহিনীর অভিযানে ২৫ কেজি পুশকৃত বাগদা চিংড়ি আটক করা হয়েছে। এসময় অবৈধভাবে বাগদা চিংড়িতে পুশ করার কারনে একজনের কাছ থেকে ১৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

করোনাকালীন জনগনকে সচেতন করার জন্য নির্বাহী ম্যাজিষ্ট্রেট বাপ্পী দত্তের নেতৃত্বে বাংলাদেশ সেনাবাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার আতিক সহ সঙ্গীয় সেনা সদস্যদের সমন্বয়ে দেবহাটা উপজেলায় শুক্রবার (৩০ জুলাই) অভিযান পরিচালনা করাকালীন সময়ে উপজেলার উত্তর পারুলিয়া গ্রামের একটি বাড়িতে বাগদা চিংড়িতে অবৈধভাবে জেলি পুশ করার সময় গোপন সংবাদের ভিত্তিতে পুশকৃত ২৫ কেজি বাগদা মাছ আটক করে। এসময় ৪০ কেজি পুশবিহীন মাছ থাকলেও সেগুলো ছেড়ে দিয়ে পুশকৃত ২৫ কেজি বাগদা জব্দ করে তাৎক্ষনিক তা জনসম্মুখে গাড়ির চাকায় পিষ্ট করে ধ্বংস করে দেয়া হয়।
চিংড়িতে পুশ করার অপরাধে আটক উত্তর সখিপুর গ্রামের মৃত মোফাজ্জেল সরদারের ছেলে শফিকুল ইসলাম (৫০) কে নগদ ১৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১ মাসের কারাদন্ড প্রদান করা হয়। শফিকুল ইসলাম নগদ টাকা প্রদান করার কারনে তাকে কারাদন্ড মওকুফ করা হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানা গেছে।

error: Content is protected !!