কেশবপুরে জনসচেতনতা বৃদ্ধির লক্ষে উঠান বৈঠক – magurarkotha.com

কেশবপুরে জনসচেতনতা বৃদ্ধির লক্ষে উঠান বৈঠক

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: নভেম্বর ৮, ২০২১

কেশবপুরে মা ও শিশুসহ প্রতিবন্ধীদের জনসচেতনতা বৃদ্ধির লক্ষে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলার মধ্যকুল প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার উদ্যোগে এই উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
উপজেলার মধ্যকুল মাঝের পাড়ায় অনুষ্ঠিত উঠান বৈঠকে গৃহবধূ শিরিনা খাতুনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন, মধ্যকুল প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সভাপতি মেম্বার আব্দুর রহিম। মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন, ছায়াবীথি, খাদিজা খাতুন, শাহিদা বেগম, জাহিনুর বেগম, সাজেদা খাতুন, শাহিদা বেগম, শিউলী খাতুন, মিনু বেগম, হোসনেয়ারা বেগম প্রমুখ। উঠান বৈঠক শেষে মা ও শিশুসহ প্রতিবন্ধীদের মাঝে বিভিন্ন উপহার সামগ্রী বিতরণ করা হয়।

error: Content is protected !!