ডুমুরিয়ার পল্লী বিদ্যুৎ সমিতির  অবদান রাখায় পুরস্কার পেলেন সাংবাদিক শেখ মাহাতাব  – magurarkotha.com

ডুমুরিয়ার পল্লী বিদ্যুৎ সমিতির  অবদান রাখায় পুরস্কার পেলেন সাংবাদিক শেখ মাহাতাব 

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: জানুয়ারি ২২, ২০২২

খুলনা পল্লী বিদ্যুৎ সমিতি ২০তম বার্ষিক সদস্য সভা ২০২২অনুষ্টিত।
বৃহস্পতিবার সন্ধ্যায়  খুলনা পল্লী বিদ্যুৎ সমিতির কার্যালয়ে কক্ষে ২০তম বার্ষিক সদস্য সভা ২০২২অনুষ্টিত।
উক্ত সদস্য সভায় সভাপতিত্ব করেন খুলনা পল্লী বিদ্যুৎ সমিতির সভাপতি শেখ মাহমুদুল কালাম,
বক্তব্য রাখেন খুলনা পল্লী বিদ্যুৎ সমিতির সিনিয়র জেনারেল ম্যানেজার ইঞ্জিনিয়ার মোঃ আলতাফ হোসেন চৌধুরী,  আবুল কালাম মহিউদ্দিন,বাংলাদেশ পল্লী বিদ্যুৎ সমিতির এস এম কামাল হোসেন,
সহ-সভাপতি সৈয়দ আলী আফজাল, সচিব মোড়ল মাহমুদ আসলাম  কোষাধ্যক্ষ মানস কুমার রায়, এলাকার পরিচালক এস এম মন্জুরুল আলম, সরদার সুরেহ সাদিক,সাহিনুর ইসলাম, মোসাঃ মোসলেমাখানম, মিসেস লাইজুসুলতানা, মিসেস নুসরাত জাহান প্রমুখ।
অনলাইনে ৭৯৭ সদস্য ভিতরে ১০ জন কে পুরস্কার দেয়া হয়েছে।
আলোচনা সভা শেষে ডুমুরিয়ায় সাংবাদিক শেখ মাহতাব হোসেন কে খুলনা পল্লী বিদ্যুৎ সমিতির পক্ষ থেকে পুরস্কার প্রদান করেন
error: Content is protected !!