এইচএসসি পরীক্ষার বিষয় কমতে পারে: শিক্ষামন্ত্রী – magurarkotha.com
সম্পাদক:আশিষ কুমার সাহা,বার্তা সম্পাদক:জাহিদুল ইসলাম।

এইচএসসি পরীক্ষার বিষয় কমতে পারে: শিক্ষামন্ত্রী

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: জুন ২৮, ২০২০


শিক্ষা ডেস্ক:
বর্তমান করোনা পরিস্থিতি বিবেচনায় আসন্ন উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষায় উচ্চমাধ্যমিকের বিষয় কমানোর চিন্তা-ভাবনা রয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

 

শিক্ষামন্ত্রী শনিবার (২৭ জুন) শিক্ষা বিষয়ক রিপোর্টারদের সঙ্গে এক ভার্চুয়াল অনুষ্ঠানে এ কথা জানান।

 

শিক্ষামন্ত্রী আরও বলেন, ‘এইচএসসির সিলেবাস কমানোর কোনো যৌক্তিকতা নেই। কারণ শিক্ষার্থীরা তাদের সিলেবাস সম্পন্ন করেছে। তবে এটা হতে পারে যে, পরীক্ষার সঙ্গে সংশ্লিষ্ট শিক্ষার্থীদের পরিবার, নিরাপত্তার দায়িত্বে থাকা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, প্রশাসনের এত মানুষ, শিক্ষক সবাইকে ঝুঁকির মধ্যে ফেলবো? আমরা সেটিকে কম সময়ে করতে পারি কিনা, কম সংখ্যক পরীক্ষা নিতে পারি কিনা সবকিছুই ভাবছি।’

করোনাকালে টিউশন ফি আদায়ে শিক্ষাপ্রতিষ্ঠান এবং অভিভাবক উভয় পক্ষকেই ছাড় দেওয়ার আহ্বান জানান তিনি।

 

তিনি বলেন, “এখন বড় সমস্যা হচ্ছে- শিক্ষাপ্রতিষ্ঠানের ফি দেওয়া নিয়ে। আবার এ ফি না পেলে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো শিক্ষকদের কী করে বেতন দেবে? বেশির ভাগ শিক্ষকই তো বেতনের ওপর নির্ভরশীল। কেউ কেউ টিউশনি করাতেন, এখন তাও বন্ধ রয়েছে।”

 

তিনি আরও বলেন, “অনেক শিক্ষাপ্রতিষ্ঠানের আর্থিক অবস্থা ভালো নয়। আর যাদের আর্থিক অবস্থা ভালো তাদের বলবো, ফি কিস্তিতে হোক বা কিছুদিন বাদ দিয়ে পরে নেওয়া হোক, সেটি করতে পারলে ভালো। না হলেও দেখেন কতটা ছাড় দেওয়া যায়, সেটা চেষ্টা করবেন।”

উল্লেখ্য, গত ১৮ মার্চ থেকে দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণার পর থেকে বিভিন্ন ধাপে সেটি পরবর্তীতে ৬ আগস্ট পর্যন্ত বৃদ্ধি পায়।

error: Content is protected !!