মাগুরায় নানা আয়োজনে বাংলা নববর্ষ উদযাপিত – magurarkotha.com

মাগুরায় নানা আয়োজনে বাংলা নববর্ষ উদযাপিত

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: এপ্রিল ১৫, ২০২২

মাগুরায় জেলা প্রশাসনের উদ্যোগে সংক্ষিপ্ত কলেবরে এবছর বাংলা নববর্ষ উদযাপিত হয়েছে।

দিবসটি উপলক্ষে পহেলা বৈশাখ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টায় জেলা প্রশাসনের পক্ষ থেকে মঙ্গল শোভাযাত্রা, ১২ টায় গ্রামীণ লাঠিখেলা, সাড়ে ১২ টায় বেদে সম্প্রদায়ের সাপখেলা প্রদর্শনী আয়োজন করা হয়। এ ছাড়াও শহরের নোমানী ময়দানে শিশুদের জন্যে ছিলো নাগোর দোলার আয়োজন।

জেলা প্রশাসন আয়োজিত মঙ্গল শোভাযাত্রাটি বেলা সাড়ে ১২ টায় শহরের নোমানী ময়দান থেকে শুরু হয়ে চৌরঙ্গীমোড় ঘুরে সেখানেই ফিরে যায়।

মঙ্গল শোভাযাত্রায় জেলা প্রশাসক ডক্টর আশরাফুল আলম, পুলিশ সুপার মোহাম্মদ জহিরুল ইসলাম, পৌর মেয়র খুরশিদ হায়দার টুটুল সহ জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা, উদীচী, সুরসপ্তক সহজেলার বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের কর্মীরা অংশ নেন।

error: Content is protected !!