বুধবার, ২৮ মে ২০২৫, ১২:১৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সর্বশেষ সংবাদঃ
রাজশাহী জেলার বাগমারা হতে হোমিওপ্যাথি ওষুধ বিক্রির আড়ালে শতকরা ৯০% অ্যালকোহল যুক্ত বিপুল পরিমাণ অবৈধ প্রাণঘাতী মাদকদ্রব্য সহ মাদক ব্যবসায়ী আপেল‘কে গ্রেফতার করেছে র‌্যাব-৫ রাজশাহী মহানগরীতে পরিত্যক্ত রকেট লা ঞ্চা র উদ্ধার, আরএমপি বোম ডিসপোজাল ইউনিট দ্বারা নিষ্ক্রিয় মোহনপুরে ৩ দিন ব্যাপি ভূমি মেলা উদ্বোধন রাজশাহীর জন নিরাপত্তা বিঘ্নকারী ট্রাইব্যুনাল ও দায়রা জজ -২ আদালতে দুই জনের যাবজ্জীবন কারাদণ্ড মোহনপুরে জমিজমা সংক্রান্ত বিরোধ ক ক টে ল ও দেশীয় অ স্ত্র সহ আটক ৫ রাজশাহী কোর্ট চত্বরে গণঅধিকার পরিষদের প্রাঙ্গণে লিফলেট বিতরণ মাদক মামলায় ০৮ বছরের সাজাপ্রাপ্ত পলাতক ০১ জন আসামী গ্রেফতার মোহনপুরে হিমাগারে বাঁশের বেড়া অপসারণ করলেন প্রশাসন  রাজশাহীতে ক্লুলেস হত্যা মামলার রহস্য উদঘাটন করলো পিবিআই দুর্গাপুরে ডিপ টিউবওয়েল নিয়ে আধিপত্যকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে এক যুবক নিহত আহত ১০ , খুনিদের ফাঁসির দাবিতে মানববন্ধন রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব ক্রিকেট টুর্ণামেন্টে সাধারণ সম্পাদক একাদশ বিজয়ী রাজশাহী জেলার পুঠিয়া থানা হতে অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী ফারুক‘কে গ্রেফতার করেছে র‌্যাব-৫ বাগমারায় টেলিগ্রাম অ্যাপসে টাকা হাতিয়ে নেয়া চক্রের ৫ সদস্যকে গ্রেপ্তার  ছাত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ধরা রাবি শিক্ষক, ভিডিও ভাইরাল মানববন্ধনে কোমলমতি শিক্ষার্থীদের ব্যবহার: আইনজীবীর লিগাল নোটিশ চাঁপাইনবাবগঞ্জে আন্তঃনগর ট্রেন চালুর দাবীতে ট্রেন অবরোধ ও মানববন্ধন কর্মসূচী পালন হোস্টেলের ভাড়া কমানোর দাবিতে শিক্ষার্থীদের তোপের মুখে রাজশাহী কলেজ অধ্যক্ষ রাজশাহীর পুঠিয়া থেকে ১২ মামলার মূল হোতা সাব্বির‘কে গ্রেফতার করেছে র‌্যাব-৫ শিবগঞ্জে ২ কেজি গাঁজাসহ গ্রেফতার এক রাজশাহীর তানোরে গলায় ফাস দিয়ে যুবকের আত্মহত্যা
Notice :
প্রিয় পাঠক   দৈনিক মাগুরার কথা   অনলাইন নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের নিয়ম মেনে বস্তু নিষ্ঠ তথ্য ভিত্তিক সংবাদ প্রচার করতে আমরা বদ্ধ পরিকর ।  বি:দ্র : এই ওয়েবসাইটের কোনো লেখা,  ছবি ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি । এখানে ক্লিক করুণ Apps  

রাজশাহীতে অভিযোগের তদন্তে গিয়ে কনস্টেবলের স্ত্রীর সঙ্গে পরকীয়ায় জড়ালেন এসআই

মাগুরার কথা ডেক্স / ৫৪ বার পঠিত হয়েছে।
নিউজ প্রকাশ : শনিবার, ১ মার্চ, ২০২৫, ৩:৩২ অপরাহ্ন

অভিযোগ তদন্তের দায়িত্ব পেয়ে পুলিশ কনস্টেবলের স্ত্রীর সঙ্গে পরকীয়ার সম্পর্কে জড়িয়ে পড়েন আব্দুর রউফ নামের এক উপপরিদর্শক (এসআই)। রউফ সেই সময় রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) বোয়ালিয়া থানায় কর্মরত ছিলেন।

এ ঘটনায় রউফের বিরুদ্ধে বিভাগীয় মামলা হয়েছে। অভ্যন্তরীণ তদন্তেও মিলেছে পরকীয়ার সত্যতা।

এদিকে এ ঘটনার পর থেকে ওই কনস্টেবল শারীরিক এবং মানসিকভাবে ভেঙে পড়েছেন। স্ত্রী এবং সন্তানের দুশ্চিন্তায় তিনি দুবার আত্মহত্যার চেষ্টা চালিয়েছেন। দুই দফায় করেছেন স্ট্রোক।

এছাড়া এসআই রউফ তার পরকীয়া প্রেমিকাকে দিয়ে ওই কনস্টেবলের বিরুদ্ধে রাজশাহী রেঞ্জের ডিআইজির কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। আদালত করিয়েছেন মিথ্যা মামলা। নানাভাবে ওই কনস্টেবলকে এসআই রউফ হয়রানি করছেন বলেও অভিযোগ উঠেছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর এসআই রউফকে আরএমপি থেকে সাতক্ষীরার কলারোয়া থানায় বদলি করা হয়। আর পাবনার ঈশ্বরদীর একটি পুলিশ ফাঁড়িতে কর্মরত রয়েছেন ভুক্তভোগী কনস্টেবল। এক সময় তিনিও আরএমপিতে কর্মরত ছিলেন।

স্ত্রীর সঙ্গে পরকীয়ার ঘটনায় ওই কনস্টেবল গত বছরের মার্চে আরএমপি কমিশনারের কাছে লিখিত অভিযোগ দেন। আরএমপির সাইবার ক্রাইম ইউনিট এ অভিযোগের তদন্ত করে। ১২৭ পাতার তদন্ত প্রতিবেদনে ওই পুলিশ কনস্টেবলের অভিযোগের সত্যতা মেলে। এরপর রউফের বিরুদ্ধে বিভাগীয় মামলা হয়।

পরে আবারও আরএমপির ট্রাফিক বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার মোহাম্মদ মহিবুল ইসলাম মামলার তদন্ত করে সম্প্রতি প্রতিবেদন দিয়েছেন।

ওই পুলিশ কনস্টেবল অভিযোগে উল্লেখ করেন, তার ছেলে রাজশাহীর একটি স্কুলে অধ্যয়নরত। এ কারণে তার স্ত্রী নগরীর সাধুর মোড়ে নিজের বাবার বাড়িতেই থাকেন। বাড়ির অংশ নিয়ে বোনদের মধ্যে বিরোধ দেখা দিলে এক শ্যালিকা বোয়ালিয়া থানায় অভিযোগ করেন। ওই অভিযোগ তদন্তের দায়িত্ব পান থানার তৎকালীন এসআই রউফ।

কনস্টেবল অভিযোগে আরও উল্লেখ করেন, একদিন তিনি কর্মস্থল থেকে বাড়িতে ফিরে রউফকে তার স্ত্রীর সঙ্গে ডাইনিংয়ে একসঙ্গে খেতে দেখেন। তিনি রউফের পরিচয় আগে থেকে জানতেন না। স্ত্রীর কাছে জানতে পারেন- অভিযোগ তদন্ত করতে এসে রউফের সঙ্গে পরিচয়। এরপর রউফ তার শ্বশুরবাড়ির একটি ঘর ভাড়া নিয়েছেন। তিনি একা থাকেন। রান্নার সমস্যার কারণে রউফ তার স্ত্রীর সঙ্গে খান।

ওই কনস্টেবল লক্ষ্য করেন, একদিন গভীর রাতে তার স্ত্রী ঘুমাচ্ছিলেন। তখন তাকে মেসেঞ্জারে বার্তা পাঠান রউফ। ওই কনস্টেবল মেসেঞ্জারের কথোপকথনে দেখেন- দুজনের একসঙ্গে তোলা অন্তরঙ্গ ছবি এবং কুরুচিপূর্ণ বার্তা আদান-প্রদান হয়েছে। তিনি নিশ্চিত হন, স্ত্রীর সঙ্গে রউফের পরকীয়া সম্পর্ক গড়ে উঠেছে। ওই রাতেই তিনি রউফের সঙ্গে মোবাইলে উচ্চবাচ্য করেন। তার স্ত্রী সেদিন বলেছিলেন, তার ভুল হয়ে গেছে। তিনি আর রউফের সঙ্গে সম্পর্ক রাখবেন না; কিন্তু সম্পর্ক ঠিকই চালিয়ে গেছেন। এসব ঘটনায় ফাঁড়ির ছাদ থেকে লাফ দিয়ে তিনি দুবার আত্মহত্যার চেষ্টা করেন। সহকর্মীরা তাকে রক্ষা করেন।

ওই কনস্টেবল বলেন, রউফ বর্তমানে আমার স্ত্রীকে আমার সঙ্গে যোগাযোগ করতে দিচ্ছেন না। বিভাগীয় মামলা হওয়ার পর তিনি আমার বিরুদ্ধে স্ত্রীকে দিয়ে ডিআইজির কাছে অভিযোগ করিয়েছেন। আদালতে যৌতুকের মিথ্যা মামলাও দিয়েছেন। আমাকে চাকরিচ্যুত করতে রউফ চেষ্টা করছেন। আমার স্ত্রীর সঙ্গে তার পরকীয়া সম্পর্ক তদন্তে প্রমাণিত। রউফ আমার জীবনটা নষ্ট করে দিয়েছেন। এসব কারণে আমি দুই দফা স্ট্রোক করেছি। মানসিকভাবেও ভেঙে পড়েছি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আমি বিচার চাই।

অভিযোগের বিষয়ে যোগাযোগ করলে রউফ দাবি করেন, ওই কনস্টেবল এবং তার স্ত্রীকে তিনি চিনেন না।

কনস্টেবলের শ্বশুরবাড়ির একটি ঘরে বসবাসের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমি ভাড়া উঠেছিলাম। তবে তার স্ত্রীর সঙ্গে আমার পরকীয়া সম্পর্ক নেই।

সংশ্লিষ্ট প্রতিবেদক কথা বলার সময় রউফ পরকীয়া সম্পর্কের প্রমাণ দেখতে চান। পরে তার হোয়াটসঅ্যাপে কনস্টেবলের লিখিত অভিযোগ ও তার বিরুদ্ধে হওয়া বিভাগীয় মামলার কপি, কনস্টেবলের স্ত্রীর সঙ্গে অন্তরঙ্গ ছবি ও মেসেঞ্জারে কথোপকথনের স্ক্রিনশট পাঠানো হয়। এরপর ফোন করলে তিনি আর ধরেননি।

আর এসআই রউফের কথায় স্বামীর বিরুদ্ধে মামলা করার অভিযোগের বিষয়ে জানতে চাইলে কনস্টেবলের স্ত্রী মোবাইলের সংযোগ বিচ্ছিন্ন করে দেন।

এসআই রউফের বিরুদ্ধে হওয়া বিভাগীয় মামলার সর্বশেষ পরিস্থিতি জানতে চাইলে আরএমপির অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) সাবিনা ইয়াসমিন বলেন, বিভাগীয় মামলা অভ্যন্তরীণ বিষয়। এ ব্যাপারে মিডিয়ার সঙ্গে কথা বলার নিয়ম নেই।


এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের সবখবর
error: Content is protected !!
error: Content is protected !!