হাসেম আলী /শাহাদাত হোসেন কালিগঞ্জ থেকে: কালিগঞ্জ উপজেলার চাঁচাই ফুটবল মাঠে পাঁচ দিনব্যাপী বৃক্ষমেলা উপলক্ষে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্যদিয়ে চারদলীয় লক্ষ টাকার হা-ডু-ডু টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।সোমবার বিকালে চাঁচাই সবুজ সংঘের আয়োজনে অনুষ্ঠিত খেলায় তারালী হা-ডু-ডু দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় দক্ষিণ শ্রীপুর মিলন মেম্বার এর নেতৃত্বে দক্ষিণ শ্রীপুর যুব সংঘ হা-ডু-ডু দল।খেলাটি পরিচালনা করেন রেফারি আব্দুল হাদী।খেলায় বিভিন্ন বয়স ও শ্রেণি-পেশার বিপুল সংখ্যক দর্শক গ্রামবাংলার ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলা উপভোগ করেন।উক্ত অনুষ্ঠানে ইউপি চেয়ারম্যান শেখ রিয়াজ উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদি।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ নাজমুল আহসান,জেলা পরিষদের সদস্য নুরুজ্জামান জামু, কুশুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কাজী কহফিল অরা সজল,কালিগঞ্জ দৃষ্টিপাত পত্রিকার ব্যুরোপ্রধান আশেক মেহেদী, কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাস বাচ্চু,বিষ্ণুপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি শাহ আলম ঢালী,সাংবাদিক সাজেদুল হক সাজু, বিষ্ণুপুর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসেম আলী,চাচাই সবুজ সংঘের সভাপতি আব্দুস সবুর ও সাধারণ সম্পাদক সুজিত কুমার চক্রবর্তী প্রমুখ।খেলাশেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের মাঝে লক্ষ টাকার পুরস্কার তুলে দেন।